ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নৌপথে গত এক সপ্তাহে দুটি ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার অরূয়াইল পাকশিমুল এলাকায় মেঘনা নদী ও হাওরে ডাকাতি গুলো হয়েছে। সর্বশেষ গত রোববার অরূয়াইল ও রানিদিয়া গ্রামের মাঝে হাওরে দূধর্ষূ নৌ ডাকাতি হয়েছে। ডাকাতির শিকার হয়েছেন স্থানীয় ব্যবসায়ি ও সাধারণ লোকজন। ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মুঠোফোন সেটসহ ছিনিয়ে নিয়েছে ৫ লক্ষাধিক টাকার মালামাল।
ডাকাতের কবলে পড়া ভুক্তভোগি ও স্থানীয় একাধিক সূত্র জানায়, গত রোববার রাত ৮টার পর অরূয়াইল বাজারের ৭ জন ব্যবসায়ি দক্ষিণ ঘাট থেকে একটি নৌকায় করে রানিদিয়ার উদ্যেশ্যে রওনা দেন। নৌকার মাঝি একই গ্রামের আহাবর (৫১)। বাজারের ব্যবসায়ি বাংলা ফ্যাশন গার্মেন্টেসের মালিক ও রানিদিয়া গ্রামের বাসিন্দা বাহার উদ্দিনের কাছে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা ছিল। তাদের নৌকাটি অরূয়াইল ও রানিদিয়ার মাঝামাঝি হাওরে পৌঁছা মাত্র আরেকটি নৌকা থেকে কয়েকজন লোক ডাক দেয়। জেলে ভেবে তাদের নৌকাটির গতি কমিয়ে দেয় মাঝি। কিছু বুঝে উঠার আগেই ওই নৌকা থেকে মুখোশধারী ৭ জন ডাকাত ব্যাবসায়িদের নৌকায় ওঠে পড়ে। ডাকাত দলের সদস্যরা প্রথমে যাত্রীদের দেশীয় অস্ত্র দেখিয়ে জিম্মি করে ফেলে। পরে মারধরের ভয় দেখিয়ে বলে উঠে এই নৌকায় কার কাছে আড়াই লাখ টাকা আছে তাড়াতাড়ি বের করে ফেল। নিরূপায় হয়ে বাহার উদ্দিন আড়াই লাখ টাকা ডাকাতদের দিয়ে দেন। পরে ডাকাতরা অন্য যাত্রীদের দেহ তল্লাশি করে নগদ টাকা ও মুঠোফোন সেট সাড়ে তিন লাখ টাকার মালামাল নিয়ে যায়। এর আগে গত মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে অরূয়াইল থেকে যাত্রীবাহী একটি ফতেহপুরের দিকে রওনা দেয়। যাত্রীবাহী নৌকাটি দুই গ্রামের মাঝামাঝি যাওয়ার পর একটি নৌকা দ্রƒত গতিতে এসে গতিরোধ করে মুখোশধারী ৮-১০ জন ডাকাত লাফিয়ে ওই নৌকায় ওঠেন। ডাকাতরা প্রথমেই দেশীয় অস্ত্রের মুখে নারী শিশুসহ সকল যাত্রীকে জিম্মি করে ফেলেন। যাত্রীদের প্রচন্ড মারধর করেন। পরে তারা ইচ্ছামত টাকা পয়সা, স্বর্ণলঙ্কার, মুঠোফোন সেহ দেড় লক্ষাধিক টাকার মালামাল ছিনিয়ে নেয়। অরূয়াইল ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া নৌপথে ডাকাতির ঘটনার কথা স্বীকার করে বলেন, এখানে পুলিশ ফাঁড়ি না থাকায় সম্প্রতি নৌ পথে ডাকাতি বৃদ্ধি পেয়েছে। অরূয়াইল ইউনিয়নের দুবাজাইল নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মো. শফিউল বলেন, দুটি ডাকাতির কোনটিই এখনো আমার জানা নেই। আসলে এমন ঘটনা স্থানীয় লোকজন কেন জানি সঙ্গে সঙ্গে আমাদেরকে অবহিত করেন না।