খুলনা জেলার দিঘলিয়া উপজেলার নয়টি উপজেলা পরিষদ চেয়ারম্যানদের ১৫ বছরের শেখ হাসিনার শাসনামলের কর্মকা- ও অর্জিত সম্পদ আইনি তদন্তের আওতায় আনা দরকার বলে বিজ্ঞমহলের অভিমত।
বিভিন্ন সূত্র থেকে জানা যায়, সৈরাচারী শেখ হাসিনার শাসনকালে স্থানীয় সৈরশাসক হিসেবে আবির্ভাব হয়েছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যানগণ। বিরোধী দল ও মতের দমন-পীড়নের নীল নকশা প্রস্তুতকারি ও বাস্তবায়নকারি হয়ে উঠেছিলেন এ সকল চেয়ারম্যানগণ। স্থানীয় সাংসদদের বাগে নিয়ে স্বতীর্থের নেতা-কর্মীদের বন্ধু-শত্রু বানিয়ে বিরোধী শক্তির নেতা কর্মীদের হামলা ও মামলা দিয়ে কোণঠাসা করে এমপি লীগ বা জনপ্রতিনিধি লীগ প্রতিষ্ঠা করে নানা অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও দুর্ণীতির স্বর্গরাজ্য হিসেবে গড়ে তুলেছিলেন নিজ নিজ উপজেলা পরিষদকে। তাদের কর্মকা- এতই প্রভাব বিস্তার করেছিল যে স্থানীয় প্রশাসন পর্যন্ত কিংকর্তব্য বিমুড় হয়ে পড়েছিলেন। শুধু তাই নয় উপজেলায় কর্মরত সাংবাদিকদের মাঝে বিভেদ সৃষ্টি করে আওয়ামী প্রেসক্লাব ও আওয়ামী সাংবাদিক তৈরি করেছিলেন। প্রতিটা উপজেলায় নেশাদ্রব্যের আমদানি ও কেনাবেচার রাজনৈতিক শক্তির ছায়া তলে হত্যা, চুরি-ডাকাতি, মারামারি, লুন্ঠন, স্কুল-কলেজের সামনে কিশোর গ্যাংদের নানা অত্যাচার সাধারণ মানুষের জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলেছিলো এমনটাই জানিয়েছেন উপজেলার শান্তিপ্রিয় মানুষ।
উপজেলার উন্নয়নের টেন্ডারে অপেশাদারী ঠিকাদারের আবির্ভাব ঘটানো, উন্নয়ন কাজে অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দুর্ণীতির রোল মডেল স্থাপন, জেলা পরিষদের উন্নয়ন বরাদ্দের নয়-ছয়, কাবিটা, কাবিখা ও ত্রাণের বরাদ্দের সাথে এডিপির প্রকল্পের মিশ্রণ ঘটিয়ে দুর্নীতির এক মহাবস্থান তৈরি করেছিলেন স্থানীয় উপজেলা পরিষদকে।
উপজেলা পরিষদের টেন্ডার, গাছের টেন্ডার, হাসপাতালের ঔষুধের ঠিকাদারি, আবাসন প্রকল্পের বরাদ্দ, সব কিছুই নিয়ন্ত্রণ করে অনিয়ম ও সিন্ডিকেটকে মাধ্যম করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানগণ। আর এ সকল ক্ষমতা ও স্থানীয় সাংসদদের আনুকূল্য লাভে নিজের, পরিবারের সদস্য ও আস্থাভাজনদের ভাগ্য উন্নয়নে নানা অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও নানা বড় বড় দুর্ণীতিতে জড়িয়েছেন। আর এ সকল অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও নানা দুর্ণীতিতে সাহস ও শক্তি যুগিয়েছে স্থানীয় সংসদ সদস্যগণ। এক দিকে বিরোধীদলকে দুর্বল ও স্বতীর্থ দলের নেতা-কর্মীদের আড়াল করে এ সকল বিজিত ও পরাজিত চেয়ারম্যানগণ নিজের শুধু নয়, পরিবারের সদস্য, স্বজনদের ও আস্থাভাজনদের ভাগ্য উন্নয়ন করতে গিয়ে নানা অনিয়ম ও দুর্ণীতি করেছেন এমন অভিযোগ মানুষের মুখে মুখে। সকল ধরণের আর্থিক লেনদেন ও জেলা পরিষদসহ সকল উন্নয়ন বরাদ্দ ও উন্নয়নের ভাগাভাগীর কেন্দ্র হলো এই উপজেলা পরিষদ। এ সকল সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যানগণ ক্ষমতা হারিয়ে নিজেদের নিরাপদ রাখার জন্য ইতোমধ্যে প্রশাসনের প্রভাবশালী মহল, আইন প্রয়োগকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ দুর্নীতি দমন কমিশনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যোগাযোগের তদবীর চালিয়ে চলেছেন বলে জানা গেছে। এ সকল চেয়ারম্যানদের স্থাবর-আস্থাবর, নামে বেনামের সকল সম্পদের তদন্ত করলে বেরিয়ে আসবে অবৈধ সম্পদের অজানা রহস্য এমনি অভিমত ব্যক্ত করেছেন বিজ্ঞমহল।এ সকল চেয়ারম্যানদের স্থাবর-আস্থাবর, নামে বেনামের সকল সম্পদের তদন্ত করলে বেরিয়ে আসবে অবৈধ সম্পদের অজানা রহস্য এমনি অভিমত ব্যক্ত করেছেন বিজ্ঞমহল। এ ব্যাপারে আশু কার্যকরী পদক্ষেপ গ্রহণের জোর দাবী খুলনার নয় উপজেলাবাসীর।