মুলাদীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত করা হয়েছে। সোমবার বিকেল ৪টায় উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভা করা হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ আবদুস ছত্তার খান। এ সময় বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাবেক সভাপতি আবদুর রব খান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবিদুর রহমান শরীফ, মুলাদী সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাওলানা গিয়াস উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান বেল্লাল, গাছুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুস সামাদ লালন, চরকালেখান ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল লিটু, মাস্টার শাহজাহান, কাজিরচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইউসুফ প্যাদা, নাজিরপুর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি মাস্টার আনছার উদ্দীন, আজাহার আকন, বরিশাল উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক লিপি নাসরিন, বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন খানসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল নেতাকর্মীরা।