সম্প্রতি বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতের ঘটনায় রংপুরে দায়েরকৃত একটি মামলায় আসামির তালিকা থেকে রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন ও সাবেক জেলাপ্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান-এর নাম প্রত্যাহার চেয়ে আদালতে আবেদন করেছেন মামলার বাদী মোছাঃ দিলরুবা আকতার। রোববার (১লা সেপ্টেম্বর) রংপুর মেট্রোপলিটন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দাখিলকৃত এক হলফনামায় (এফিডেভিট) মামলার বাদী এই আবেদন করেন।
হলফনামায় তিনি উল্লেখ করেন, বৈষম্যবিরোধী ও কোটাসংস্কার আন্দোলনে গত ১৯শে জুলাই রংপুর সিটি বাজারের দক্ষিণ পার্শ্বের রাস্তায় ছাত্র-জনতার উপর গুলিবর্ষণের কারণে তাঁর স্বামী মুসলিম উদ্দিন মিলন শহিদ হন। হলফনামায় তিনি আরও উল্লেখ করেন, তাঁর স্বামীকে হত্যা করার কারণে তিনি শোকে বিহ্বল হয়ে ভুল তথ্যের ভিত্তিতে চিফ কোতোয়ালি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালতে ১৭ জন-সহ আরও অনেককে আসামি করে একটি মামলা দায়ের করেন। যা এফআইআর হিসাবে গণ্য করার আদেশ হয়েছে। হলফনামায় মামলার বাদী দিলরুবা আকতার বলেন, মামলা দায়ের হবার পর তিনি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার খবরে জানতে পারেন যে, রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন ও সাবেক জেলাপ্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান-এর নাম মামলার আসামি তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। পরে তিনি আরও জানতে পারেন যে, মামলার উল্লিখিত দুই আসামি (ক্রমিক : ১ ও ৪) ওই মামলার ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না।
আদালতে দাখিলকৃত এই হলফনামায় বাদী দৃঢ়ভাবে ঘোষণা করেন, মামলার আসামি মোঃ জাকির হোসেন ও মোহাম্মদ মোবাশ্বের হাসান-এর বিরুদ্ধে তাঁর কিংবা তাঁর পরিবারের সদস্যদের কোনোপ্রকার অভিযোগ বা আপত্তি নেই।
উল্লেখ্য, মামলার বাদী মোছাঃ দিলরুবা আকতার পেশায় গৃহিণী এবং রংপুর মহানগরের গণেশপুরের স্থায়ী বাসিন্দা।