পদত্যাগে বাধ্য করানোর চারদিন পর পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া জামিলাতুন নেছা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মফিজ উদ্দীনকে স্বপদে ফেরালেন সাধারণ শিক্ষার্থীরা। গত ২৭ আগস্ট এক দল বহিরাগত শিক্ষার্থী জোরপূর্বক অধ্যক্ষকে পদত্যাগপত্রে স্বাক্ষর করিয়ে মাদ্রাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনার চারদিন পর রোববার দুপুরে মাদ্রাসাটির সাধারণ শিক্ষার্থীরা ওই অধ্যক্ষকে ফিরিয়ে এনেছেন। এ সময় অধ্যক্ষ মফিজ উদ্দীনকে ফুলের মালা পরিয়ে বরণ করা হয়। এরপর অধ্যক্ষকে তার চেয়ারে বসানো হয়। অধ্যক্ষকে ফিরিয়ে আনা শিক্ষার্থীরা জানান, কিছু শিক্ষার্থী অধ্যক্ষকে পদত্যাগ করতে বাধ্য করেছিল। পরে আমরা (শিক্ষার্থীরা) উদ্যোগ গ্রহণ করে আমাদের স্যারকে ফিরিয়ে এনেছি। অধ্যক্ষ মফিজ উদ্দীন বলেন, যারা আমাকে পদত্যাগে বাধ্য করেছিল তাদের প্রতি মোটেও ক্ষোভ-আক্ষেপ নেই। প্রতিষ্ঠানটি যেন ভালো করে চালাতে পারি, সেজন্য সবার সহযোগিতা কামনা করছি।