পঞ্চগড় জেলা সহ বোদা উপজেলায় কাঙ্খিত বৃষ্টি না হওয়ায় চলতি আমন মৌসুমে ফলন বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। আমনের চলতি মৌসুমের শুরুতে পর্যাপ্ত পরিমাণ পানি থাকলেও বর্তমানে কোন বৃষ্টি পাত নেই। রোপা আমন ক্ষেত গুলো বৃষ্টি অভাবে শুকিয়ে গেছে। উপজেলা ঘুরে দেখা গেছে কোন কোন এলাকায় আমন ধানের চারা গুলো সাদা ও লালচে রং ধারণ করেছে। ইতোমধ্যে অনেক কৃষক ডিজেল চালিত মেশিন ও বিদ্যুৎ চালিত মটর দিয়ে রোপা আমন ক্ষেত রক্ষার চেষ্টা করছেন। কৃষকরা জানিয়েছে তাদের শ্রাবন মাসে রোপা লাগানো শেষ হয়েছে। বৃষ্টি পানি ঠিক মত না থাকায় অনেক কৃষকের আমন ধানের ক্ষেত গুলোতে প্রচুর পরিমান আগাছা গজিয়েছে। বর্তমান অনেক কৃষক সেচ দিয়ে আমন ধানের ক্ষেতের আগাছা পরিষ্কার করছে। প্রচন্ড তাপদাহের কারণে আমন ধানের ক্ষেত গুলোতে মাজরা পোকা সহ বিভিন্ন পোকার আক্রামণ লক্ষ্য করা যাচ্ছে। কৃষকরা তাদের লাগানো আমন ক্ষেতগুলোতে পোকা নাষক ওষুধ ব্যবহার করছেন। উপজেলার সচেতন কৃষকদের মতে বর্তমানে আমন ধানের ক্ষেত গুলোতে প্রচুর পরিমাণে পানি দরকার। ক্ষেত গুলোতে পানি থাকলে আগাছা ও পোকার আক্রামণ একটু কম হতে পারে। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার আহম্মেদ রাশেদ উন নবী জানান, চলতি মৌসুমে এই উপজেলায় আমন চাষের লক্ষ্যমাত্রা ধারা হয়েছে ২৪ হাজার হেক্টর। লক্ষ্যমাত্রার চেয়ে একটু বেশি জমিতে আমন চাষ হয়েছে। আমন ধানের চারা লাগোনোর শূরুতে পানি ঠিক মতে থাকলে বর্তমানে খড়ার কবলে পরেছে। উপজেলা কৃষি বিভাগ উপজেলার প্রত্যক কৃষককে সঠিক ভাবে ধান চাষের পরার্শম ও সহযোগিতা প্রদান করে আসছে।