চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত জরুরি সেবা ছাড়া বাকি সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বর্হিবিভাগের চিকিৎসা সেবা বন্ধ করে দেওয়া হয়েছে।
সোমবার সকাল ১০টা থেকে এক ঘন্টা চিকিৎসক থাকলেও বেলা ১১টার পর বর্হিবিভাগের সব চেম্বার ও টিকিট কাউন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। এতে চরম ভোগান্তিতে পরেছে আগত রোগীরা। ইন্টার্ন চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত তারা জরুরি সেবা ছাড়া বাকি সব সেবা বন্ধ রাখবেন। সকাল থেকেই চিকিৎসা নিতে আসা রোগীদের বর্হিবিভাগের টিকিট কাউন্টারের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। যাদের মধ্যে অনেকে শিশু ও বয়স্ক রোগী। হাসপাতালের পরিচালক ডাঃ এইচএম সাইফুল ইসলাম বলেন, ইন্টার্ন চিকিৎসকদের সাথে আলোচনা করে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।