ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা বিএনপি অফিসে হামলা,ভাংচুর ও অগ্নিসংযোগ, ককটেল ও বোমা বিস্ফোলণের ঘটনায় আওয়ামী লীগের সাবেক দুই এমপিসহ ১১৮ জনকে আসামি করে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত আরো ২০০-৩০০ জনকে আসামি করা হয়েছে। রোববার(১ সেপ্টেম্বর) নাসিরনগর উপজেলা কৃষকদলের সদস্য সচিব শাহ আলম পাঠান বাদি হয়ে ব্রাহ্মণবাড়িয়া ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন। আদালত মামলাটি নথিভুক্ত করতে নাসিরনগর থানাকে নির্দেশ দিয়েছেন। মামলার আসামিরা হলেন সদ্য সাবেক সংসদ সদস্য এসএকে একরামুজ্জামান সুখন,সাবেক সাংসদ বিএম ফরহাদ হোসেন সংগ্রাম,কেন্দ্রীয় কৃষকলীগের অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো: নাজির মিয়া,তার স্ত্রী সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান রোমা আক্তার,সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার,উপজেলা আওয়ামী লীগ সভাপতি অসিম কুমার পাল,সাধারণ সম্পাদক মো: লতিফ হোসেন,জেলা পরিষদ সদস্য গোলাম কিবরিয়া হাকিম রেজা,সাবেক জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী,৩ জন সাবেক ভাইস চেয়ারম্যান,বর্তমান ৮ জন ইউপি চেয়ারম্যানসহ বেশ কয়েকজন শিক্ষকও রয়েছে। মামলায় আরও ২০০-৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়েছে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় উপজেলা বিএনপির কার্যালয়ের পাশে আসামিরা বৈষম্যবিরোধী ছাত্রজনতার সমাবেশ ও মিছিলে বিভিন্ন ধরণের অস্ত্র নিয়ে হামলা চালান এবং ককটেল ও হাত বোমার বিস্ফোরণ ঘটান। এতে করে স্প্রিন্টারে কয়েকজন আঘাতপ্রাপ্ত হয়ে মারাত্মক জখম হয়। আসামিরা এ সময় আশেপাশের দোকানপাট,বিএনপির কার্যালয় ভাংচুর করে ১৫-২০টি মোটরসাইকেলে পেট্রোল দিয়ে আগুনে জ্বালিয়ে দেয়। এতে প্রায় ১ কোটি ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আদালত পুলিশের পরিদর্শক কাজী দিদারুল আলম জানান,আদালত মামলাটি আমলে নিয়েছেন এবং মামলা নথিভুক্ত করতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মো: নুরে আলম জানান,এখনও মামলার নথি পায়নি। পাওয়া মাত্রই ব্যবস্থান নিবো।