কুড়িগ্রামের রাজারহাটে সাপের ছোবলে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, রোববার(১সেপ্টেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের কেন্দ্রা গ্রামে।
এলাকাবাসী জানান, ওই গ্রামের নুর ইসলামের প্রথম ছেলে লিমন মিয়া(২০) রোববার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় টগরাইহাট বাজারের একটি দোকানের পিছনে প্রসাব করার জন্য ঝোপে যায়। এ সময় তাকে একটি বিষধর সাপ ছোবল দেয়। এতে সে অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি বাজারের লোকজনকে জানালে তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়। চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। পরে লাশ বাড়িতে নিয়ে এসে আবারো কবিরাজি চিকিৎসা দিয়েও তাকে বাঁচাতে পারেনি বলে তার পরিবার জানিয়েছে। বিষয়টি ওই ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক নিশ্চিত করেছেন।