ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রাক্তন সৈনিকদের মিলনমেলা আয়োজন করে উপজেলা শাখা বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থা। এ উপলক্ষে সোমবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার পৌরশহরের বারী প্লাজায় দোতলা নিজস্ব কার্যালয়ে মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গফরগাঁও উপজেলা বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থার নির্বাচিত আহ্বায়ক আতিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠান শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা হাদিউল ইসলাম।
সংগঠনের সাবেক সভাপতি মোঃ আবদুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সাদেকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ আবদুল্লাহ আল মামুন, যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুর রহমান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুস সালাম, পৌর যুবদল আহ্বায়ক সাইফুল ইসলাম রিপন।
সভায় বক্তব্য রাখেন-সিনিয়র ওয়ারেন্ট অফিসার লুৎফুর রহমান, সংগঠনের সাবেক সাধারন সম্পাদক জামাল উদ্দিন, সাবেক সহ- সভাপতি ওয়াহিদুজ্জামান সোহাগ, সাবেক দপ্তর সম্পাদক মোঃ আজিম উদ্দিন, গফরগাঁও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম প্রমূখ। সভাশেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।