সম্প্রতি সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিও নিয়ে সারাদেশের ন্যায় বরিশালেও ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। ভিডিওতে দেখা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাস্তায় পরে থাকা লাশ একটি ভ্যানে স্তুপ করছে পুলিশ।
ভিডিও থেকে লাশের স্তুপ করতে ব্যস্ত এক পুলিশ সদস্যকে চিহ্নিত করা হয়েছে। তিনি হলেন-ঢাকা জেলা উত্তর গোয়েন্দা বিভাগের পরিদর্শক (তদন্ত) আরাফাত হোসেন। যার গ্রামের বাড়ি বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের পূর্বকান্দি গ্রামে। তিনি ওই গ্রামের মুন্সি বাড়ির বাসিন্দা আরিফ সিকদারের বড় ছেলে। তিন ভাই ও দুই বোনের মধ্যে আরাফাত সবার বড়। আরাফাত হোসেন গ্রামের সবার কাছে আরজু নামে বেশি পরিচিত। আরাফাতের বাবা আরিফ সিকদার বদরটুনি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষক। তিনি বর্তমানে হিজলা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
গণমাধ্যম সূত্রে দেশবাসী জানতে পারেন, ঢাকার সাভারের আশুলিয়া থানায় গত ৫ আগস্ট এ হত্যাকান্ডের ঘটনা ঘটে এবং ভ্যানে তোলা ওই লাশগুলোর পরিচয় যেন নিশ্চিত না যায়, সে কারণে লাশগুলো পুড়িয়ে বীভৎস করে দেওয়া হয়েছে। এ নৃশংস হত্যাকান্ড ও লাশ পোড়ানোর ঘটনায় পুলিশ সদস্য আরাফাত হোসেনের জড়িত থাকায় বিস্মিত ও লজ্জিত তার (আরাফাত) উপজেলা ও গ্রাম থেকে শুরু করে পুরো জেলার বাসিন্দারা।
সোমবার সকালে আরাফাতের গ্রামের বাড়িতে গিয়ে গণমাধ্যম কর্মীরা তার বাবার টিনশেডের দোতলা ঘরটি তালাবদ্ধ দেখতে পান। তালাবদ্ধ ঘরের বিষয়ে একই বাড়ির বাসিন্দা ও আরাফাতের মামাতো ভাইয়ের স্ত্রী সানজিদা বেগম বলেন, তার (আরিফ) মেজো ছেলের স্ত্রী একসাথে তিন কন্যাসন্তান প্রসব করেছেন। তাদের দেখাশোনার জন্য প্রায় চারমাস পূর্বে পরিবারের সবাই ঢাকায় আছেন।
ভাইরাল হওয়া ভিডিওর বিষয়ে তিনি বলেন, ভিডিওটি আমি দেখেছি। হেলমেট হাতে পুলিশের ভেস্ট পরা লোকটি হলেন আমাদের আরজু (আরাফাত) ভাই। তিনি আরও বলেন, এই বাড়িতে বউ হয়ে এসেছি ১৬ বছর। এরমধ্যে আরজু ভাইকে হাতেগোনা কয়েক বার বাড়িতে আসতে দেখেছি। গতবছরও তিনি বাড়িতে এসেছিলেন। তার সম্পর্কে এলাকার কেউ খারাপ মন্তব্য করতে পারবেন না। তবে ভাইরাল হওয়া ভিডিওতে যা দেখলাম, তাতে পুরো বিষয়টিতে আরও মানবিক হওয়া যেতো।
আরাফাতের গ্রামের বাড়ি সংলগ্ন মেমনিয়া উচ্চবিদ্যালয়ের দপ্তরি আব্বাস উদ্দিন বলেন, আরাফাত হোসেন আমাদের সিনিয়র বড় ভাই। এইচএসসি পাশের পরে তিনি ঢাকায় পড়াশোনা করেছেন। তাই এলাকায় যাতায়াত অনেকটা কম ছিল। তিনি কোনদিন এলাকার রাজনীতির সাথে যুক্ত ছিলেন না। তবে তার বাবা আরিফ স্যার উপজেলা আওয়ামী লীগের একজন স্বচ্ছ রাজনীতিবিদ ও ভালো মানুষ হিসেবে পুরো উপজেলাবাসীর কাছে পরিচিত। তিনি আরও বলেন, ভিডিও দেখার পর মন ভেঙে গেছে। রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে যাই হোক না কেন, মৃত ব্যক্তির লাশ নিয়ে এভাবে তাচ্ছিল্য করা ঠিক হয়নি। এ ঘটনা দেখে তার উপর এলাকাবাসীর শ্রদ্ধাবোধ কমে গেছে।
স্থানীয় সমাজ সেবক নুর মোহম্মদ সরদার বলেন, পুলিশের চাকরি নেওয়ার পর আরাফাত গ্রামের বাড়িতে কম আসতো। আরাফাতকে জড়িয়ে আশুলিয়া থানায় এলাকায় ভ্যানে লাশ উঠানো নিয়ে নানা কথাশুনে প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না। পরে ভিডিও দেখে নিজের কাছেই খুব খারাপ লেগেছে। সবার কাছে প্রিয় ব্যক্তিত্ব আরিফ স্যারের ছেলে হয়ে এমন কাজটি সে করতে পারেন না। তার এ কর্মকাণ্ডে শুধু হরিনাথপুর কিংবা হিজলা উপজেলার মানুষ-ই নয়; পুরো বরিশালবাসী এ ঘটনায় লজ্জিত।