সরকারের আহবানে সারাদিয়ে জেলার থানাগুলোতে লাইসেন্স করা অস্ত্র জমা দেওয়া শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় গত তিনদিনে মেট্রোপলিটন এলাকার চারটি থানায় ৫৫টি আগ্নেয়াস্ত্র জমা দেওয়া হয়েছে।
একইসাথে জেলার দশটি থানায়ও উল্লেখযোগ্য সংখ্যক অস্ত্র জমা পরেছে। সোমবার সকালে মেট্রোপলিটন ও জেলা পুলিশের কর্মকর্তারা তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। কোতোয়ালি মডেল থানার ওসি মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, প্রতিদিনই লাইসেন্সধারী অস্ত্র মালিকরা অস্ত্র জমা দিচ্ছেন। গত তিনদিনে থানায় মোট ৩৯টি অস্ত্র জমা হয়েছে। এয়ারপোর্ট থানার ওসি লোকমান হোসেন বলেন, আমার থানা এলাকায় মোট ১৪ জনের অস্ত্রের লাইসেন্স রয়েছে। এরমধ্যে ১০ জন তাদের অস্ত্র জমা দিয়েছেন। তিনি আরও বলেন, যারা অস্ত্র জমা দিচ্ছেন তাদের আমরা জমাদানের একটি রশিদ দিচ্ছি।
কাউনিয়া থানার ওসি বলেন, এখন পর্যন্ত চারটি অস্ত্র জমা দেওয়া হয়েছে। বন্দর থানার ওসি বিপ্লব মিস্ত্রী বলেন, দুইজনে অস্ত্র জমা দিয়েছেন। আরও যারা আছেন তারা নির্ধারিত সময়ের মধ্যেই জমা দেবেন বলে জানিয়েছেন। জেলা পুলিশ সুপার মোঃ ওয়াহিদুল ইসলাম বলেন, প্রতিটি থানায় অস্ত্র জমা হচ্ছে।
সূত্রমতে, জেলা ও মহানগর এলাকায় মোট অস্ত্রের লাইসেন্সধারীর সংখ্যা ৬৬৯ জন। এরমধ্যে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ বছরের ৫ আগস্ট পর্যন্ত ব্যক্তি পর্যায়ে ১৯৬টি লাইসেন্স দেয় সরকার। যারমধ্যে রয়েছে পিস্তল, রিভালভার, শটগান, একনলা ও দোনলা রাইফেল। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তবর্তীকালিন সরকার গঠনের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে চলতি বছরের ৫ আগস্ট পর্যন্ত দেওয়া লাইসেন্স বাতিল করে।