জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাতাব হোসেন সুরুজের বিরুদ্ধে প্রতিনিয়ত সরকারি জমিতে গড়ে ওঠা মাছ বাজার থেকে নিজস্ব লোক দিয়ে চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
সদর লাগোয়া চরবাড়িয়া তালতলী এলাকার সরকারি জমিতে ওপর গড়ে ওঠা মাছ বাজার থেকে অতীতের নায় এখনও প্রতিদিন অবৈধভাবে ইউপি চেয়ারম্যান তার নিজস্ব লোক হিসেবে পরিচিত কালু সিকদারের মাধ্যমে চাঁদার টাকা আদায় করাচ্ছেন। সোমবার সকালে ওই বাজারের একাধিক মাছ ব্যবসায়ীরা জানিয়েছেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর ইউপি চেয়ারম্যান কৌশলে তার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত তালতলী বাজারের মাছ ব্যবসায়ী কালু সিকদারের মাধ্যমে অবৈধভাবে চাঁদার টাকা আদায় করাচ্ছেন।
মৎস্য ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, সরকারি জমিতে গড়ে ওঠা মাছের বাজারে নেই কোন ইজারা। তারপরেও কালু সিকদারকে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মাহাতাব হোসেন সুরুজের নামে প্রতিদিন শতকরা দুই টাকা হারে চাঁদা দিতে হচ্ছে। প্রতিদিন কালু সিকদার এ বাজার থেকে প্রায় দশ হাজার টাকা আদায় করেছেন। সূত্রমতে, আওয়ামী লীগ সরকার পতনের পর স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কালু সিকদার তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে দেখে নেওয়ার হুমকি প্রদর্শন করেন।
চাঁদা আদায়ের বিষয়ে কালু সিকদার বলেন, আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে পাঁচ লাখ টাকার বিনিময়ে মাছ বাজার ইজারা নিয়েছি। যেকারণে ইজারারা টাকা আদায় করছি। ইজারার কোন কাগজপত্র রয়েছে কিনা জানতে চাইলে তিনি কৌশলে এড়িয়ে গিয়ে গণমাধ্যম কর্মীদের ম্যানেজ করার ব্যর্থ চেষ্টা করেন।
এ বিষয়ে অভিযুক্ত জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহাতাব হোসেন সুরুজের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ইউনিয়ন পরিষদ থেকে ওই মাছ বাজার ইজারা দেওয়া হয়েছে। ইজারাদার তার টাকা উত্তোলন করছেন, এখানে চাঁদাবাজির কোন ঘটনা নেই। সরকারি জমিতে হাট বসিয়ে সরকারকে রাজস্ব না দিয়ে ইজারা দেওয়ার ব্যাপারে তিনি কোন সদূত্তর দিতে পারেননি।
বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুব উল্লাহ মজুমদার বলেন, সরকারি জমিতে অবৈধভাবে হাট বসিয়ে ইজারার নামে রাজস্ব ফাঁকি দিয়ে কেউ চাঁদা আদায় করতে পারবেন না। বিষয়টির খোঁজ খবর নিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।