ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সরকারী কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামালের কাছে বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়করা ১৫ দফা দাবী পেশ করে শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের স্বার্থে সকলের সহযোগিতায় দ্রƒত বাস্তবায়নের অনুরোধ জানিয়েছে। গত রোববার বিকেলে তারা অধ্যক্ষের কার্যালয়ে উপস্থিত হয়ে ছাত্র শিক্ষক আচরণের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশে দাবী সমূহ উপস্থাপন করেছেন। এ সময় কলেজের প্রভাষকবৃন্দ উপস্থিত ছিলেন। তবে দাবী পেশের আগেই দুইজন প্রভাষক কলেজ ত্যাগ করায় তারা ক্ষুদ্ধ হয়েছেন। অধ্যক্ষ সহ উপস্থিত সকল প্রভাষক তাদেরকে অভিনন্দন জানিয়ে দাবী গুলোকে যৌক্তিক, সময়োপযোগি ও অত্যন্ত গুরূত্বপূর্ণ উল্লেখ করে বলেন, সকলের সহায়তায় ও মতামতের ভিত্তিতে প্রত্যেকটি দাবী পর্যায়ক্রমে বাস্তবায়নের চেষ্টা করা হবে।
অধ্যক্ষের কার্যালয় ও সমন্বয়ক সূত্র জানায়, সরাইল সরকারী কলেজের বিভিন্ন গুরূত্বপূর্ণ বিষয় সমস্যা ও সমাধান নিয়ে দীর্ঘদিন ধরে ভাবছিল বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়করা। গতকাল বিকেলে তারা উপস্থিত হয়ে মো. আশিকুর রহমান, মো. ইফরান ও মো. মিজানুর রহমান অত্যন্ত সুশৃঙ্খল ও বিনয়ের সাথে একে একে ১৫ দফা দাবী মৌখিক ভাবে উপস্থাপনা করেন। তারা বলেন, আমরা অধ্যক্ষ বা কোন প্রভাষককে পদত্যাগ করাতে আসিনি। কলেজের সুষ্ঠু পরিবেশ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করণের লক্ষে দাবী সমূহ খুবই জরূরী। আমরা সহ সকলে মিলে দফা গুলো দ্রƒত বাস্তবায়নে কাজ করতে এসেছি। তাদের দেয়া দাবী গুলো হলো- কলেজে ছাত্র রাজনীতি বন্ধ, ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষেধ, প্রভাষকদের পাঠদানের মান উন্নয়ন ও তদারকি, নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের চুড়ান্ত পরীক্ষায় অংশ গ্রহণে বিরত রাখা, শিক্ষার্থীদের পাঠদানের উন্নয়ন নিরীক্ষার জন্য উপকমিটি গঠন, নারী শিক্ষার্থীদের হিজাব পড়া নিয়ে কোন ধরণের আলোচনা যেন না হয়, মেয়েদের জন্য আলাদা কমন রূম, পাঠদান বা ক্লাস চলাকালে ক্যাম্পাসে কোন শিক্ষার্থী বা বহিরাগতদের ঘুরাফেরা বন্ধ করতে হবে, প্রভাষকরা প্রাইভেট পড়ানোর বিষয়ে শ্রেণি কক্ষে কোন ধরণের মটিভেশন করবেন না, কতিপয় প্রভাষক সপ্তাহে ২/৩ কলেজে আসার অভিযোগের ব্যবস্থা নিতে হবে, পরীক্ষায় প্রভাষক কর্তৃক স্বজন প্রীতির অভিযোগ থেকে বেরিয়ে আসতে হবে, অধ্যক্ষ ও প্রভাষকদের মধ্যে গ্রƒপিং দ্বন্ধ দ্রƒত নিরসন করে কলেজে স্বস্থি আনতে হবে, বেলা আড়াইটার পর যেন কলেজ ফাঁকা না হয়, কম্পিউটার ল্যাপটি পুরোদমে উম্মুক্ত করে দিতে হবে, শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে অসদ আচরণ ও ক্ষমতা দেখাতে পারবে না। উপরোল্লেখিত দাবী গুলো বাস্তবায়নে প্রয়োজনে স্থানীয় সুশিল সমাজ, সমন্বয়ক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও ইউএনও মহোদয়ের সহযোগিতা নেয়ার আহবান জানান সমন্বয়করা। অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল বাংলাদেশের বিভিন্ন আন্দোলন সংগ্রামে ছাত্র সমাজের ভূমিকার প্রশংসা করে সাম্প্রতিক সময়ে অধিকার আদায়ে সরকারের পতন ঘটানো ছাত্রদের অভিনন্দন জানিয়ে বলেন, প্রত্যেকটি দাবীই অত্যন্ত গুরূত্বপূর্ণ। আমার মনে দীর্ঘদিন ধরে লালিত বিষয় গুলোই আজকে ছাত্ররা তুলে ধরে দেশ গঠনে তাদের অংশ গ্রহনের প্রয়োজনীয়তা জানান দিয়েছে। সকলের সহযোগিতা ও মতামতের ভিত্তিতে প্রত্যেকটি দাবীই আমি পর্যায়ক্রমে বাস্তবায়নের চেষ্টা করব।