জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আগে থেকেই ঠিক করা ছিল ফলাফল। আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে ভয়-ভীতি ও জিম্মি করে তাদের নির্বাচনে যেতে বাধ্য করা হয় বলেও জানান তিনি।
জিএম কাদের বলেন, দলে বিভাজন সৃষ্টি করা ছাড়াও সংসদ ও কর্মসূচিতেও প্রভাব বিস্তার করতো তৎকালীন ক্ষমতাসীন দলটি। এখন স্বাধীনভাবে রাজনীতি করতে চান তারা।
২০১৪ সালে দলীয় সরকারের অধীনে ভোটে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকে বিএনপি, ভোট ঠেকাতে আন্দোলন জোরদার করে তারা। এমন প্রেক্ষাপটে জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে আসে জাতীয় পার্টি। সে সময় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ভোটে অংশগ্রহণ নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য দিতে থাকেন। একপর্যায়ে অসুস্থতার কথা বলে র্যাব পাহারায় তাকে নেয়া হয় হাসপাতালে।
জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের দাবি, সে সময় এরশাদকে ফাঁসির ভয় দেখিয়ে জোরপূর্বক নির্বাচনে যেতে বাধ্য করে হাসিনা সরকার। এমনকি নির্বাচনে আওয়ামী লীগই করেছে তাদের প্রচার-প্রচারণার কাজ।
সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জিএম কাদের বলেন, দলে বিভাজন সৃষ্টি করা ছাড়াও সংসদ ও কর্মসূচিতেও প্রভাব বিস্তার করতো তৎকালীন ক্ষমতাসীন দলটি। এখন স্বাধীনভাবে রাজনীতি করতে চান তারা।
২০১৪ সালে দলীয় সরকারের অধীনে ভোটে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকে বিএনপি, ভোট ঠেকাতে আন্দোলন জোরদার করে তারা। এমন প্রেক্ষাপটে জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে আসে জাতীয় পার্টি। সে সময় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ভোটে অংশগ্রহণ নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য দিতে থাকেন। একপর্যায়ে অসুস্থতার কথা বলে র্যাব পাহারায় তাকে নেয়া হয় হাসপাতালে।
জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের দাবি, সে সময় এরশাদকে ফাঁসির ভয় দেখিয়ে জোরপূর্বক নির্বাচনে যেতে বাধ্য করে হাসিনা সরকার। এমনকি নির্বাচনে আওয়ামী লীগই করেছে তাদের প্রচার-প্রচারণার কাজ।
ছাত্র-জনতার অভ্যুত্থানের পর স্বাধীনভাবে রাজনীতির প্রত্যয় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের।