কক্সবাজারের রামুতে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার, ০১ সেপ্টেম্বর সকাল ১১ টায় রামু উপজেলা পরিষদের হিমছড়ি সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন- রামু উপজেলা নির্বাহী অফিসার মো. রাশেদুল ইসলাম। সভায় প্রধান আলোচক ছিলেন- কক্সবাজার জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. নাজমুল আলম। এতে আরও বক্তব্য রাখেন- উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা অসীম বরণ সেন, উপজেলা কৃষি অফিসার তানজিলা রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তানভীর আহমেদ, রামু উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা নুরুল হাকিম, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ। সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন- রামু উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মমতাজ উদ্দিন। সভায় উপজেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সদস্য, প্রশাসনের কর্মকর্তা, ধর্মীয় ও ব্যবসায়ি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।