ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে ঝর্ণা আক্তার (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার (১ সেপ্টেম্বর ) সকালে উপজেলার বাসুটিয়া ইটভাটা সংলগ্ন রেললাইনের পাশ থেকে এ লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। নিহত ঝর্ণা আক্তার নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার গড়াডোবা গ্রামের বাসিন্দা। গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ কার্তিক চন্দ্র রায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত বৃদ্ধা ঝর্ণা আক্তার মানসিক ভারসাম্যহীন ছিলেন। লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।