বিরলে ১ সেপ্টেম্বর ২০২৪ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
রোববার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, তাঁতীদল, কৃষকদল, স্বেচ্ছাসেবকদল ও মহিলা দলের আয়োজনে বন্যায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা, সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনে শহীদ নেতা-কর্মীদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আত্মার মাগফিরাত ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং দেশ নায়ক তারেক রহমান এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিরল বাজার বকুলতলা মোড়ে জেলা বিএনপি’র সহ-সভাপতি মোজাহারুল ইসলাম এর রাজনৈতিক কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল পূর্ব আলোচনায় উপজেলা তাঁতীদলের আহ্বায়ক লুৎফর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ-সভাপতি মোজাহারুল ইসলাম এর বিশ্বস্ত সহযোদ্ধা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি রফিকুল ইসলাম, জেলা মহিলাদলের সভাপতি জিনাত আরা, উপজেলা যুবদলের আহ্বায়ক ও ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুমন রেজা, উপজেলা বিএনপি’র সাবেক কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা গোলাপ, সাবেক পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক মোঃ হাকিম, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ইয়াছিন আলী চৌধুরী, সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আরমান আলী, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বাবুল আকতার, বিএনপি নেতা শরিফুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কুরবান আলী, আবু ইমরান প্রধান, পৌরযুবদলের যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ মামুন, জাহাঙ্গীর আলম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মমিনুল ইসলাম (পৌর কাউন্সিলর), উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক আবদুস সামাদ পুলক, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছাইদুর রহমান, মাফিজুর রহমান, আল আমিন প্রমূখ। দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা ওলামাদলের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোঃ শাহজাহান আলী।