বিএনপি'র ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনার ভাঙ্গুড়ায় বন্যার্তদের সাহায্যে তহবিল সংগ্রহ, আলোচনাসভা,শোভাযাত্রা ও
দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপি'র উদ্যোগে পৌরসভার শরৎনগর বাজার এলাকায় অনুষ্ঠিত আলোচনাসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন পৌর বিএনপি'র সাবেক সভাপতি শামসুল হক। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র সাবেক সিনিয়র সহ-সভাপতি আবদুল মতিন রাজু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌর বিএনপি'র যুগ্ম আহ্বায়ক আবদুল কাহার বাবর, উপজেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল হাই,উপজেলা বিএনপি'র সাবেক সমবায় বিষয়ক সম্পাদক আবেদ আলী মেম্বর,উপজেলা যুবদলের সাবেক সভাপতি ফিরোজ আহমেদ,উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সায়েখ মোহাম্মদ আবু সায়েম সরকার প্রমুখ। এর আগে একটি শোভাযাত্রা পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান লিটন। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আশরাফ আলী।