রৌমারী উপজেলা সদর থেকে ৭ কিলোমিটার দক্ষিণে কর্তিমারী বাজার। এ বাজার থেকে পূর্বদিকে চর নতুনবন্দর সড়ক ধরে দুই কিলোমিটার গেলেই চোখে পড়বে রৌমারী সদর ইউনিয়নের মাদারটিলা নামক এলাকার শাপলা বিলটি। এ বিলের কয়েক হেক্টর জায়গা জুড়ে ফুটেছে লাল ও সাদা রং এর শাপলা। ওই বিলের পাশেই রয়েছে নীলেরকুঠি (দেওকুড়া) নামক এলাকা। সেখানেও ফুটেছে নানা রং এর শাপলা। এর সৌন্দর্য্য ছড়িয়ে পড়েছে চারদিকে। বেড়াতে এসে আকৃষ্ট হচ্ছেন হাজার হাজার প্রকৃতিপ্রেমী মানুষ। গত ৫ বছর ধরে এ বিলে শাপলা ফুল ফোটে।
শনিবার সকালে ওই এলাকা ঘুরে দেখা যায়, বিভিন্ন এলাকা থেকে আসা লোকজন ভিড় করছেন শাপলা বিল এলাকায়। অনেকে নৌকায় করে শাপলা বিল ঘুরে দেখছেন। ছবিও তুলছেন। কেউবা আবার পানিতে নেমে শাপলা ফুলর ছিড়ে নিয়ে যাচ্ছেন।
পরিবারের সদস্যের নিয়ে ঘুরতে এসেছেন রফিকুল ইসলাম। তিনি জানান, লাল আর সাদা রং এর শাপলায় এলাকার প্রকৃতি অপরুপে সৌন্দর্য্যে সেজেছে। যা দেখে অনেক ভালো লাগছে। সন্তানরা ্েবশ আনন্দিত। তবে তিনি ফুল ছিড়ে নিয়ে যাওয়ার দৃশ্য দেখে অনেকটা হতবাক। তিনি বলেন, ফোটা ফুল ছিড়ে না নিয়ে গেলে বিলটির সৌন্দর্য্য আরও বাড়তো।
ভোর বেলা থেকে বিকাল পর্যন্ত প্রকৃতিপ্রেমী মানুষের ভিড় দেখা যায় ওই এলাকায়। ৮-১০টি ছোট নৌকার মাঝি ব্যস্ত সময় পার করছেন। দর্শনার্থীর সংখ্যা বেশি হওয়ায় চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে তাঁদের। দিন শেষে একেকটি নৌকার মাঝির আয় হচ্ছে ১৫শত টাকা থেকে ৩হাজার টাকা করে।
নৌকার মাঝি ফরহাদ আলী বলেন, শুক্রবার নৌকায় দর্শনার্থী পারাপার করে তাঁর আয় হয়েছে ১৮শত টাকা। তাঁর ভাষ্য, এদিন ১৬টি নৌকার মাঝির মোট আয় হয়েছে ৩০হাজার টাকা। শুক্র ও শনিবার লোকজনের ভিড় বেশি হয় বলেও জানান তিনি।
স্থানীয় বাসিন্দা ওমর আলী বলেন, প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে শত শত পর্যটক আসছেন শাপলা ফুলের সৌন্দর্য্য উপভোগ করতে। এতে স্থানীয় কিছু শ্রমজীবি মানুষের বাড়তি আয়-রোজগার হচ্ছে। জুলাই মাসের শুরুতে ফুল ফোটা শুরু হয়। অক্টোবর পর্যন্ত শাপলা ফুল ফোটে।
সরকারের পক্ষ থেকে পর্যটকদের জন্য বসার জায়গাসহ দেখভালের ব্যবস্থা করলে দিন দিন এলাকাটি অনেক উন্নত হবে। দূর-দূরান্ত থেকে পর্যটক আসবে। এতে এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
আগামীতে যাতে ওই এলাকায় বেশি সংখ্যক পর্যটক আসেন সে ব্যবস্থাই করা হবে বলে জানান রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান।