নোয়াখালীর সেনবাগে বন্যার্তদের মাঝে অবিবার ত্রাণ উপহার সামগ্রী বিতরণ করে চলছে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চীফহুইপ জয়নুল আবদিন ফারুক। তিনি সেনবাগে বন্যা দেখা দেওয়ার শুরু থেকে আজ পর্যন্ত দলীয় নেতাকমীদের নিয়ে উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় নিজে স্বশরীরে উপস্থিত থেকে বন্যার্তদের মাঝে ওই ত্রাণ উপহার সামগ্রীগুলো বিতরণ অব্যাহত রেখেছেন। এছাড়াও উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে রান্না করা খাবারও বিতরণ করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন,ত্রাণ বিতরণ কমিটির আহ্বায়ক জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবদুল্লাহ আল মামুন,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিন আমিন উল্লাহ বিএসসি,পৌরসভা বিএনপির আহ্বায়ক আবদুল হান্নান লিটন, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির হুমু, পৌরসভা বিএনপির সাবেক সেক্রেটারী ফারুক বাবুল, শহীদ উল্লাহ,ি বএনপি নেতা নুর নবী বাচ্ছু, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মিয়া মোহাম্মদ ইলিয়াস, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সুলতান সালা উদ্দিন লিটন, সদস্য সচিব সাহেব উদ্দিন রাশেল,পৌরসভা যুবদল আহ্বায়ক মোকারাম হোসেন,সদস্য সচিব নুরনবী রাজু, ছাত্রদল আহ্বায়ক সানা উল্লাহ, যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান,উপজেলা স্বেচ্চাসেবক দল আহ্বায়ক কামরুল হাসান তুহিন, যুগ্ম আহ্বায়ক সামছুল হক সামু, জেলা যুবদল যুগ্ম সম্পাদক মহিন উদ্দিন, উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন দুলাল, কাবিলপুর ইউনিয়ন স্বেচ্চাসেবকদল সভাপতি ইসমাইল হোসেন সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।