সরকারের বেঁধে দেয়া ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত বঙ্গোপসাগরে ৬৫ দিনের মাছধরা নিষেধাজ্ঞা প্রত্যাহার, ভারতীয় জেলেদের দেশীয় জলসীমায় অনুপ্রবেশ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে মৎস্যজীবীরা।
রোববার (১ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে পাথরঘাটা পৌর শহরের গোল চত্বরে মানববন্ধনে অংশগ্রহণ করেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি, বরগুনা জেলা ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়ন, বিএফডিসি মৎস্য আড়ৎদার মালিক সমিতি, বিএফডিসি মৎস্য পাইকার সমিতিসহ মৎস্যজীবীদের বিভিন্ন সংগঠন।
পরে পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) মাধ্যমে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর ৬৫ দিনে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় বক্তব্য রাখেন, চৌধুরী গোলাম মোস্তফা, দুলাল মাষ্টার, সগির মেম্বার মহিউদ্দিন এসমেসহ আরও অনেকে। এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মনি ভার্চুয়াল বক্তব্য রাখেন।
জানা গেছে, ২০১৫ সালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সামুদ্রিক মৎস্য সম্পদ বৃদ্ধি করার লক্ষ্যে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মাৎস্য আহরণে নিষেধাজ্ঞা আরোপ করলেও তা কেবল চট্টগ্রামের ২৫৫টি ফিশিং বোটের জন্য বলবত ছিল। পরে ২০১৯ সাল থেকে সাগরে মাছ আহরণের জন্য ব্যবহৃত যান্ত্রিক ও অযান্ত্রিক নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এর প্রতিবাদে জেলেরা বারবার আন্দোলন, মানববন্ধন করলেও নিষেধাজ্ঞা বলবত থাকে। এতে চরম বিপাকে পড়েন এ পেশার সঙ্গে জড়িত জেলে পরিবার, ট্রলার মালিক-শ্রমিক, আড়তদার, দাদনদার, বরফকলের সঙ্গে সম্পৃক্ত, জাল প্রস্তুতকারী, তেল সরবরাহকারী,খাবার সরবরাহকারী লাখ লাখ পরিবার।