বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার দুপুরে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার টাউন হলে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মহানগর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সভায় মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদারের সঞ্চালনায় যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনসহ বিভিন্নস্তরের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। এর আগে একইস্থানে জেলা দক্ষিণ বিএনপির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক আবুল হোসেন খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। বক্তব্য রাখেন জেলা বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিনসহ অন্যান্য নেতৃবৃন্দরা। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া-মোনাজাতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বন্যায় নিহত ও ছাত্র আন্দোলনে শহীদের আত্মার মাগফেরাত কামনাসহ বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করা হয়েছে।