বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের ছয়জন চিকিৎসকের ইন্টার্নশিপ দুই বছরের জন্য স্থগিত করা হয়েছে। এ ছাড়া হাসপাতালের চার চিকিৎসক স্বাচিপ নেতাসহ দুইজন শিক্ষককে অন্যত্র বদলির জন্য মন্ত্রণালয়ে চিঠি প্রেরণ করা হয়েছে।
রোববার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডাঃ এইচএম সাইফুল ইসলাম ও অধ্যক্ষ ডাঃ ফয়জুল বাশার। সূত্রমতে, ৩১ আগস্ট শেবামেক কলেজ ও হাসপাতাল ক্যাম্পাসে ১২ জন চিকিৎসককে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
হাসপাতালের পরিচালক বলেন, বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ছয়জন ইন্টার্ন চিকিৎসকের দুইবছরের জন্য ইন্টার্নশিপ স্থগিত করা হয়েছে। এ ছাড়া হাসপাতালের চারজন চিকিৎসককে বদলির জন্য মন্ত্রণালয়ে চিঠি প্রেরণ করা হয়েছে। যাদের ইন্টার্নশিপ বাতিল করা হয়েছে তারা হলেন-ইন্টার্ন চিকিৎসক মহসীন বিভা, আরিফুজ্জামান ইমন, সাদমান বাকির সাবাব, প্রীতম দেবনাথ, অর্ঘ্য বিশ্বাস ও আসিফুল ইসলাম। বদলির সুপারিশ করা চিকিৎসকরা হলেন-সিনিয়র কনসালটেন্ট ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক সুদীপ কুমার হালদার, আবাসিক সার্জন স্বাচিপের জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মাসরেফুল ইসলাম সৈকত, মেডিকেল অফিসার শিরিন সাবিহা তন্নী ও ইন্টারন্যাল মেডিকেল অফিসার (মেডিসিন ইউনিট-৪) এএসএম সায়েম। শেবামেক’র অধ্যক্ষ ফয়জুল বাশার জানান, স্বাচিপের জেলার সভাপতি জিএম নাজিমুল হক ও সহকারী অধ্যাপক সৌরভ সুতারের বদলির দাবিতে শিক্ষার্থীরা একটি আবেদন করেছে। ওই আবেদনের কপি মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে।
মেডিকেল কলেজের বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী তাসকিন আহমেদ জানান, ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনসহ গালি দেওয়া এবং নানাভাবে নির্যাতন করেন কলেজের শিক্ষক ও হাসপাতালের চিকিৎসকরা। তাদের কলেজ ও হাসপাতাল এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ করা হয়েছে। পরে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য পৃথকভাবে হাসপাতালের পরিচালক ও মেডিকেল কলেজের অধ্যক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।