চারুকলা বরিশালের উদ্যোগে ছবি এঁকে বিক্রয়লব্ধ অর্থ বন্যার্তদের সাহায্যার্থে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রেরণ করা হয়েছে। রোববার সকালে শিশু শিল্পীরা জেলা প্রশাসকের হাতে ৩২ হাজার টাকার চেক প্রদান করেন।
জেলা প্রশাসক শহিদুল ইসলাম জানান, দেশের বন্যার্তদের জন্য চারুকলার এই উদ্যোগ প্রশংসনীয়। চারুকলা বরিশালের সাবেক সম্পাদক ও চারুশিল্পী অসীম বনিক জানান, দেশের এই সংকটে চারুশিল্পীদেরও কিছু করনীয় রয়েছে। সেই মানসিকতায় চারুকলা বরিশাল এই উদ্যোগ গ্রহণ করেছে। প্রাথমিকভাবে আমরা ৩২ হাজার টাকার চেক প্রধান উদেষ্টার ত্রাণ তহবিলে প্রেরণের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে পাঠিয়েছি।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ৫০টি ছবি এঁকে বিভিন্ন প্রতিষ্ঠান ও দোকানে চারুশিল্পীরা ঘুরে ঘুরে বিক্রির পর বিক্রয়লব্ধ অর্থের সমুদয় প্রধান উপদেষ্টার তাণ তহবিলে প্রদান করা হয়েছে। শিল্পীদলের নেতৃত্বে থাকা দক্ষিণাঞ্চলের বিশিষ্ট ফাইন আর্টস শিল্পী তাপস কর্মকার বলেন, বন্যার্তদের সাহায্যের জন্য তাদের প্রতিষ্ঠানের ৫০ জন শিল্পী ৫০টি ছবি এঁকেছেন। এসব ছবি আমরা ঘুরে ঘুরে বিক্রি করেছি।
শিল্পীদলের সাথে যুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রথম বর্ষের শিল্পী নন্দিনী দাস প্রাচী জানান, শিল্পীদের ছবি দেওয়ার আহবানে স্বতস্ফূর্তভাবে সবাই সাড়া দিচ্ছে। মানুষের এই বিপদের দিনে শিল্পীরাও পাশে আছে। চারুকলা বরিশালের সভাপতি দীপংকর চক্রবর্তী বলেন, ভয়াবহ বন্যা মোকাবেলায় শিল্পীদেরও করনীয় রয়েছে, সেই মনোভাব সবার মধ্যে কাজ করছে। যে কারনেই তৃতীয় শ্রেণী থেকে বিশ্ববিদ্যালয় পড়-য়া শিল্পীরা সবাই এগিয়ে এসেছে। সবাই অসহায় মানুষের পাশে দাঁড়াতে চায়, তাদের জন্য কিছু করতে চায়।