নগরীর রূপাতলী বাস টার্মিনাল সংলগ্ন থ্রি হুইলার স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির এক গ্রুপের হামলায় অপর গ্রুপ ও থ্রি হুইলার চালকসহ ১০ জন আহত হয়েছে। গুরুত্বর আহত সাতজনকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার সকালে আহত ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকার পতনের পর রূপাতলী বাস টার্মিনাল দখলে নিয়েছেন মহানগর বিএনপির একটি গ্রুপ। এর আগে আওয়ামী লীগ আমলে চাঁদা দিয়ে এই টার্মিনাল থেকে বাস ও থ্রি হুইলার চলতে হতো। সরকার পতনের পর কয়েকদিন থ্রি হুইলার থেকে চাঁদা আদায় বন্ধ থাকলেও ৩০ আগস্ট থেকে নতুনভাবে তা শুরু করে বিএনপি নেতা কালাম চৌধুরী ও আবদুর রাজ্জাকসহ তাদের লোকজন। থ্রি-হুইলার চালকরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ওইদিন রাতেই শতাধিক ব্যক্তি লাঠিসোটা নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে চালকসহ ১০ জন আহত হয়। এ সময় ১০টি থ্রি-হুইলার ভাঙচুর করা হয়েছে।
বাস ও থ্রি-হুইলার চালকরা জানিয়েছেন, আওয়ামী লীগের আমলে একটি সিন্ডিকেট থ্রি-হুইলার চালকদের জিম্মি করে প্রতিদিন ৫০ থেকে ৭০ টাকা পর্যন্ত আদায় করতো। এ ছাড়া প্রতিটি যাত্রীবাহী বাস থেকে ৮০ থেকে ১২০ টাকা পর্যন্ত চাঁদা নেওয়া হতো। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থ্রি-হুইলার চালকরা চাঁদা দেওয়া বন্ধ করে দেয়। কিন্তু মহানগর বিএনপির প্রভাবশালী এক নেতার নামে স্থানীয় বিএনপি নেতা কালাম চৌধুরী ও আবদুর রাজ্জাকসহ তাদের সহযোগিরা টার্মিনালের প্রতিটি বাস থেকে প্রতিবার টার্মিনাল থেকে ছাড়তে একশ’ থেকে ১২০ টাকা পর্যন্ত উত্তোলন শুরু করেন। এরপর থ্রি-হুইলার থেকে চাঁদা আদায় শুরু করলে চালকরা স্থানীয় ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক রাজীব মোল্লার নেতৃত্বে চাঁদা দিতে অস্বীকৃতি জানান। এরপরই তাদের ওপর হামলা চালানো হয়েছে।
তবে হামলার অভিযোগ পুরোপুরি অস্বীকার করে বিএনপি নেতা কালাম চৌধুরী বলেন, শ্রমিকরা যোগ্য নেতৃত্ব চায়। তারা আমাকে শ্রমিক ইউনিয়নের দায়িত্ব দিয়েছেন। এর বিপরীতে কয়েকজন ব্যক্তি আরেকটি কমিটি গঠনের চেষ্টা চালাচ্ছে। সাধারণ শ্রমিকরা শুক্রবার দিবাগত রাতে তাদের নিষেধ করেছে। তিনি আরও বলেন, বাস টার্মিনাল থেকে মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদারের নামে কোনো চাঁদা তোলা হয় না।
বাস মালিক সমিতির সদস্য ও ২৫নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আকতারুজ্জামান দোলন বলেন, শ্রমিক ইউনিয়নের নেতা পরিচয় দিয়ে কালাম চৌধুরীর একটি সিন্ডিকেট চাঁদাবাজি করছে। এদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর হওয়া উচিত। কোতোয়ালি মডেল থানার ওসি মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, আহতদের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।