নওগাঁর নিয়ামতপুরে বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বন্যায় নিহতদের এবং ছাত্র-জনতার আন্দোলনে নিহত নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা পরিষদ অডিটরিয়ামে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নিয়ামতপুর সদর ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি শামীম রেজা চৌধুরী বাদশার সভাপতিতে প্রধান অতিথি ছিলেন নওগাঁ ৪৬ -১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডঃ মো: ছালেক চৌধুরী।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসানের সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যুবদল ছাত্রদলসহ বিএনপি ও বিএনপির অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ ছালেক চৌধুরী বলেন, দেশের বন্যা পরিস্থিতির কারণে বিভিন্ন জেলার মানুষ অনেক সমস্যার মধ্যে দিয়ে জীবন যাপন করছেন। এজন্যই প্রতিষ্ঠা বার্ষিকী ঘটা করে পালন না করে সীমিত পরিসরে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। তিনি বন্যয় ক্ষতিগ্রস্থ মানুষদের সহযোগিতা করার জন্য দলীয় নেতাকর্মীদের সকলকে আহ্বান জানান।