টাঙ্গাইলের দেলদুয়ারে দৈনিক মজলুমের কন্ঠ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রোববার উপজেলা পরিষদ মিলানায়নে মজলুমের কন্ঠ দেলদুয়ার উপজেলা প্রতিনিধি ও দেলদুয়ার উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. অপু তালুকদার শিপলু’র আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শাকিলা পারভিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এস.এম ফেরদৌস আহমেদ, উপজেলা বিএনপি’র সভাপতি আবদুল আজিজ খান (চান খা), সিনিয়র সহসভাপতি মো. আজাদ মিয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক জি.এম শফিকুর রহমান শফি, অফিসার ইনচার্জ তদন্ত আবু সাইদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. তারিকুল ইসলাম প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক ও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।