গাজীপুরের কাপাসিয়ায় স্বৈরাচারী খুনি হাসিনা সরকারের অধীনে ভোট চুরির নির্বাচনে সনমানিয়া ইউনিয়ন পরিষদের অবৈধ চেয়ারম্যানের মোঃ মোবারক হোসেন ও আড়াল জি এল স্কুল এ- কলেজের অধ্যক্ষ মোঃ মনির হোসেন বিএসসির পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে। উপজেলার সনমানিয়া ইউনিয়নে ১ সেপ্টেম্বর রোববার দুপুরে আড়াল জি এল স্কুল এ- কলেজের শিক্ষার্থীরা এই অবস্থান কর্মসূচি পালন করেছে।
উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীবৃন্দ ও আড়াল জি এল স্কুল এ- কলেজের শিক্ষার্থীরা চেয়ারম্যান ও অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করে এবং পরে অবস্থান কর্মসূচি পালন করে।
বিক্ষোভ মিছিলটি আড়াল বাজার এলাকার প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করেন। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা অবিলম্বে তাদের পদত্যাগের দাবিতে স্লোগান দেয়।