নড়াইলের লোহাগড়া উপজেলায় বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
জানা গেছে, রোববার সকালে ডাকবাংলোর সামনে থেকে নড়াইল জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বিশাল এক মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লক্ষীপাশাস্থ্য বিএনপি অফিসের সামনে এসে শেষ হয়। জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম জাতীয় পতাকা ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোল্যা নজরুল ইসলাম দলীয় পতাকা উত্তোলন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ টিপু সুলতান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহীন বিপ্লব, মোঃ শামসুল হক আজাদ, সৈয়দ আবদুস সবুর, মসিয়ার রহমান সান্টু, এস এ সাইফুল্লাহ মামুন,
পৌর যুবদলের আহ্বায়ক মোঃ রবিউল ইসলাম রবি, সদস্য সচিব মোঃ হেলাল শেখ, শ্রমিক দলের আহ্বায়ক মোঃ আকতার হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদ আলম শিপলু, মোঃ জাকির হোসেন, সালেহা বেগম, খালেদা জামান প্রমুখ।
জেলা বিএনপির সভাপতি বলেন, দলে কোন প্রকার অনিয়ম দূর্নীতির ছাড় দেওয়া হবে না। যারা ত্যাগী,হামলা মামলার শিকার তাদের মুল্যায়ন করা হবে।দল সুসংগঠিত করে জনগনের মন জয় করতে হবে।