পিরোজপুরের কাউখালীতে রাস্তা সংস্কারের দাবীতে মানব বন্ধন করেছেন এলাকাবাসী। উপজেলা সদরের বেইলী ব্রীজ সংলগ্ন উজিয়ালখান সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ কর্মসূচিতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার ফজলুর রহমান, বাইতুলহাদী জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ নাসির উদ্দিন, ব্যবসায়ী সেন্টু দে, তাইজুল ইসলাম, স্কুল ছাত্রী নিশিতা দে, আনুচা, গৃহিনী দীপা দে প্রমূখ। বক্তারা বলেন এক বছর আগের পাওয়া টেন্ডার এর কাজ ফেলে রেখে গত তিন মাস আগে পুরান রাস্তা খুঁড়ে শুধু খোয়া ফেলে রেখে কাজ বন্ধ করে দেয় ঠিকাদারী প্রতিষ্ঠান ইফতি ইটিসিএল প্রাইভেট লিমিটেড। যার ফলে এলাকার সাধারণ মানুষসহ স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, ব্যবসায়ীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। উপজেলা শহর মাস্টার প্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় কাউখালী জিসি উত্তর বাজার পাকা পোল থেকে বেইলি ব্রিজ হইয়া কেউন্দিয়া বাজার সড়কে ১ হাজার ৪৩২ মিটার রাস্তা সংস্কারের জন্য টেন্ডার দেওয়া হয়।
যাহা ঠিকাদারি প্রতিষ্ঠান ইফতি ইটিসিএল প্রাইভেট লিমিটেড কার্য আদেশ লাভ করে প্রায় এক বছর পরে কাজ শুরু করেন।
এবং কিছুদিন পরে তারা রাস্তার উপরে শুধু খোয়া ফেলে রেখে কাজ বন্ধ করে দেন।
যার ফলে রাস্তা দিয়ে চলাচল করতে পার্শ্ববর্তী এলাকার হাজার হাজার মানুষ চরম দুর্ভোগে পড়ে।
এই জনগুরুত্বপূর্ণ রাস্তাটির পশ্চিম দিকে কাউখালী বাজার, রাস্তার উত্তর পারে সরকারি বালিকা বিদ্যালয়, লঞ্চঘাট, ফেরিঘাট, দক্ষিণ পাড়ে উপজেলা পরিষদ, সরকারি কলেজ, মহিলা কলেজ, সরকারি বালক বিদ্যালয়, সরকারি হাসপাতাল সহ অনেক গুরুত্বপূর্ণ অফিস অবস্থিত। এই সমস্ত অফিস ও স্কুল কলেজে প্রতিদিন শত শত মানুষ চলাচলের জন্য এই রাস্তাটির অনেক গুরুত্বপূর্ণ। অথচ রাস্তার উপরে বড় বড় খোয়া ফেলে রাখায় কোন ধরনের যানবাহন চলাচল করতে পারে না। যার ফলে সাধারণ মানুষ ব্যবসায়ী ও ওই সব এলাকার রুগী ও সন্তান সম্ভাবনা নারীরা দীর্ঘ কয়েক মাস পর্যন্ত চিকিৎসার জন্য স্বাভাবিকভাবে বাইরে যেতে পারে না। যে কারণে এলাকার অনেকের ভিতরে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মানববন্ধনে সময় বক্তৃতায় এলাকাবাসী বলেন এই সড়ক দিয়ে চলাচল করতে খুবই সমস্যা হচ্ছে। ইটের খোয়ার উপর দিয়ে হাঁটাচলা ঝুঁকিপূর্ণ। যে কোন সময় ছোটখাটো দুর্ঘটনা ঘটে যেতে পারে। এলাকাবাসীর দাবি অবিলম্বে এ রাস্তাটির সংস্কার করা হোক।