বগুড়া শেরপুরে ‘শেরপুর সংস্কৃতি পরিষদ’ এর নতুন কমিটি গঠন হয়েছে। গত ৩১ আগস্ট বিকেল ৫ ঘটিকায় শহরের প্রোগ্রেসিভ স্কুল এ- কলেজের সভাকক্ষে সংগঠনের এক বিশেষ সভায় এই কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক লতিফ আদনান। দুই বৎসর মেয়াদী এই কমিটিতে নাহিদ হাসান রবিন কে সভাপতি, এস.এম. আবদুল হাই বাবুকে সহ-সভাপতি, লতিফ আদনান কে সাধারণ সম্পাদক, মো. আবদুর রাজ্জাক কে সহ-সাধারণ সম্পাদক, মো. রুবেল রানা কে সাংগঠনিক সম্পাদক, শাহ আলম কে প্রচার সম্পাদক, তহমিনা খাতুন কে কোষাধ্যক্ষ, সেলিনা সুলতানা লিখন, আবু সাঈদ ফকির, জাকিয়া পারভিন মুক্তি ও শাহিন তোতা কে কার্যনির্বাহী সদস্য করা হয়েছে। সেই সাথে তৌহিদুজ জামান পলাশ, ডা. মনিরুজ্জামান স্বপন, ডা. জোবায়েদ সুলতান, ডা. রাফসানা জাহান রিম্মী, মো. আবদুল আলীম, শামসুজ্জামান শাহীন ও ইমরুল হাসান কাজল কে উপদেষ্টা করা হয়েছে।
নব গঠিত এই কমিটি আগামী দুই বৎসর সংগঠনের কার্যক্রম পরিচালনা করবেন।