রংপুরের পীরগাছা রেলওয়ে স্টেশনে অনলাইনে টিকিট বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে অনলাইন সিস্টামের উদ্বোধন করেন রেলওয়ে লালমনিরহাট ডিভিশনের সহকারি বাণিজ্যিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
এসময় স্টেশন মাষ্টার মো: জেনারুল ইসলাম, ইউছুব আলী, বুকিং সহকারি আলমগীর হোসেন, সহজ ডটকমের সিস্টেম ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দীর্ঘদিনের অবহেলিত উপজেলার মানুষ অনলাইনে টিকিট বিক্রির এ কার্যক্রমে রেল কর্মকর্তাদের সাধুবাদ জানান।
এসময় লালমনিরহাট ডিভিশনের সহকারি বাণিজ্যিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, অবহেলিত পীরগাছার মানুষের দোড়গোড়ায় অনলাইন সেবা চালু করা হলো। এছাড়াও লালমনিরহাট বিভাগের আরো বেশ কয়েকটি স্টেশনে এ কার্যক্রম চালুর উদ্যোগ নেয়া হয়েছে। এতে করে আরো একধাপ এগিয়ে গেলো বাংলাদেশ রেলওয়ে।