বরগুনার জনপ্রিয় পর্যটনকেন্দ্র তালতলীর শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে সর্বপ্রথম দৃষ্টিনন্দন ডাকবাংলো “সাম্পান” এর উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরের দিকে উপজেলার নিশানবাড়িয়ার এ দৃষ্টিনন্দন সৈকতে আধুনিক ডাকবাংলো ভবনটি উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম।
উদ্বোধন কালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিজুস চন্দ্র্র দে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিমেষ বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা, সহকারী কমিশনার (ভুমি) অমিত দত্ত, ওসি শহিদুল ইসলাম খান মিলন, নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান ড. কামরুজ্জামান বাচ্চু সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বরগুনা জেলার তালতলীতে দৃষ্টিনন্দন এই শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতটি অল্প সময়ে জনপ্রিয়তা পেলেও ঘুরতে আসা পর্যটকদের রাত্রিযাপনের জন্য কোন ব্যবস্থা না থাকায় এই ডাকবাংলোটি নির্মাণের উদ্যোগ নেয় জেলা প্রশাসন। বরিশাল বিভাগীয় কমিশনার ও বরগুনা জেলা প্রশাসনের প্রাপ্ত অনুদানের টাকায় দুইটি বেড রুম, ড্রইং-ডাইনিং সহ একতলা বিশিষ্ট সাম্পান নামের এই ডাকবাংলোটি নির্মান করেন উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুম্পা।