বাংলাদেশ জামায়াতে ইসলামি গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার বিকেলে উপজেলার খোদাবক্স ফাজিল ডিগ্রী মাদ্রাসার হলরুমে যশরা ইউনিয়ন শাখার জামায়াতের এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের ইউনিয়ন সভাপতি মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন গফরগাঁও উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসমাইল হোসেন সোহেল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আশরাফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমেদ্বীন অধ্যক্ষ মাওলানা বদরুল আলম, বারবাড়িয়া ইউনিয়ন সভাপতি আরিফুল ইসলাম, রসুলপুর ইউনিয়ন সভাপতি মাইনুদ্দিন, উপজেলা সুরক্ষা কমিটির সভাপতি তানভীর আহমেদ খলিল, গফরগাঁও উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মনিরুজ্জামান মনিরসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমূখ।