নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে হিন্দু, মুসলিম সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হয়।
৩১ আগস্ট শনিবার রাতে ওই সমাবেশের আয়োজন ছিল উপজেলার পশ্চিম বোতলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে।
বাংলাদেশ জামায়াতে ইসলামি বোতলাগাড়ী ৫নং ওয়াড শাখা ওই সমাবেশের আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর নীলফামারী জেলা শাখার সূরা সদস্য ও সৈয়দপুর উপজেলা শাখার আমীর জননেতা হাফেজ আবদুল মুনতাকিম।
এছাড়াও বক্তব্য বলেন জাহাঙ্গীর আলম রাজা যুব বিভাগের দায়িত্বশীল সম্রাট, মাওলানা আতাউল হক, শ্রমিক কল্যানের আবদুল আহাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামি বোতলাগাড়ী ইউনিয়ন আমীর মোঃ আনিছুর রহমান মন্টু, শ্রী প্রফুল্ল চন্দ্র সরকার,শ্রী বাবু রাম চন্দ্রসহ অনেকে।
এ সময় জামায়াতের সৈয়দপুর উপজেলা আমীর বলেন, সকলকে সাথে নিয়ে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ।