চাঁদপুর সদর মডেল থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো: আলমগীর হোসেন রনি। ২৯ আগস্ট চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম (বার) স্বাক্ষরিত এক অফিস আদেশে মো: আলমগীর হোসেন রনিকে চাঁদপুর সদর মডেল থানার ওসি হিসেবে পদায়ন করা হয়। এর আগে মো: আলমগীর হোসেন রনি চাঁদপুর জেলার মতলব উত্তর থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি চাঁদপুর সদর মডেল থানার বিদায়ী ওসি শেখ মুহসীন আলমের স্থালা়ভিসক্ত হয়েছেন। চাঁদপুর সদর মডেল থানার নবাগত ওসি মো: আলমগীর হোসেন রনি ৩০ আগস্ট সন্ধ্যায় চাঁদপুর মডেল থানায় যোগদান করেন। অফিসার ইনচার্জ (ওসি) মো: আলমগীর হোসেন রনি ইতিপৃর্বে হাজীগঞ্জ থানার ওসি হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও দেশের বিভিন্ন থানায় ওসি হিসেবেও দায়িত্ব পালন করেন। একজন দক্ষ পুলিশ অফিসার তার সর্বত্র সুনাম রয়েছে।