শনিবার দুপুরে ঝিকরগাছা উপজেলায় জেলা ট্রাক ও ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। শহিদুল ইসলামকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়।
শনিবার দুপুরে যশোর জেলা ট্রাক ও ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয় ঝিকরগাছায় শ্রমিকদের নিয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা ট্রাক ও ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম মোস্তফা। উপস্থিত শ্রমিকদের মতামতের ভিত্তিতে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
বিলুপ্ত হয় এ কমিটির ২০১৯ সালে ১ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কমিশনার আমানুল কাদির টুল্লুর বিরুদ্ধে নির্বাচনী অর্থ তসরুপ করার অভিযোগ ওঠে। এ কারণে নির্বাচনের শেষে নির্বাচিতদের শপথ বাক্য পাঠ না করিয়ে নির্বাচন কমিশনার চলে যান। নবনির্বাচিত তৎকালীন কমিটি শপথ গ্রহণ ছাড়াই ২০১৯ সালের ৩ মার্চ থেকে কার্যক্রম শুরু করেন। এরপর ২০২২ সালের ২৫ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সে নির্বাচন হয়নি। গতকাল ৩১ আগস্ট কমিটি ভেঙে দিয়ে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।