বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের তিন পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলাম। এই উপলক্ষে শনিবার সকালে সরাইল উপজেলা জামায়াত ইসলামের আয়োজনে অরূয়াইল আবদুস সাত্তার ডিগ্রী কলেজের হল রূমে এক মতবিনিময় সভা ও দোয়ার মাহফিল শেষে প্রত্যেক শহিদ পরিবারকে ২ লাখ করে মোট ৬ লাখ টাকার আর্থিক সহায়তা করেছেন তারা। তিনজনের নামেরই ক্রেস্ট তাদের পরিবারের হাতে তুলে দিয়েছেন।
দলীয় সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরাইল উপজেলার শুধু পাকশিমুল ইউনিয়নেরই ২ জন ও অরূয়াইলের ১ জনসহ তিনজন শহীদ হয়েছেন। শহীদরা হলেন ফতেহপুর গ্রামের হাফেজ আবদুস সাত্তারের ছেলে হাফেজ মাওলানা শাহ মাহমুদুল হাসান মাহদী, তেলিকান্দি গ্রামের ফারূক আহমেদের ছেলে বিয়ানি বাজার পি এইচ জি হাই স্কুলের ছাত্র মো. রায়হান উদ্দিন ও অরূয়াইলের বারপাইকা গ্রামের মো. জসিম উদ্দিন। আর্থিক সহায়তা নিয়ে ওই তিন শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলাম। এই উপলক্ষে গতকাল এক মতবিনিময় সভা ও দোয়ার মাহফিলের আয়োজন করে সরাইল উপজেলা জামায়াত ইসলাম। উপজেলা আমীর এড. মনিরূজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আমীর মোহাম্মদ গোলাম ফারূক। বক্তব্য রাখেন- মো. মোবারক হোসেন, কাজী ইয়াকুব আলী, কাজী সিরাজুল ইসলাম, মো. খোরশেদ আলম ও মো. আবু নছর। পরে তিন শহীদকে কবুল পরকালীন মুক্তি কামনার পাশাপশি দেশ ও দেশের সকল মানুষের সুখ শান্তি প্রত্যাশা করে দোয়া করা হয়। সবশেষে অতিথিবৃন্দ তিন শহীদের প্রত্যেকের পরিবারে হাতে নগদ ২ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা তুলে দেন। সেই সাথে একটি করে শহীদ স্বীকৃতির ক্রেস্ট প্রদান করেন।