মুন্সীগঞ্জের গজারিয়ায় বালুয়াকান্দি ইউনিয়নের বাসিন্দা বর্তমান আমেরিকা প্রবাসী ইব্রাহিম মেম্বার ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বন্যা দুর্গত ৮'শো পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছেন।
শনিবার (৩১ আগস্ট) বিকাল ৪টায় বালুয়াকান্দি ইউপির সাবেক সদস্য আমেরিকা প্রবাসী ইব্রাহিম মেম্বারের বাড়িতে বন্যা দুর্গতদদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন।
উদ্যোক্তারা বলেন,বাংলাদেশের ফেনী,কুমিল্লা ও নোয়াখালীতে সম্প্রতিক বন্যায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে বন্যা দুর্গত এলাকার মানুষের। বালুয়াকান্দি ইউনিয়নের বিএনপি নেতাকর্মী ও আমেরিকা প্রবাসী ইব্রাহিম মেম্বার বন্যা দুর্গত ৮'শো পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। আজ ত্রাণ সামগ্রী প্যাকেজিং এবং বন্যা দুর্গতদের জন্য দোয়ার আয়োজন করা হলো;।
এসময় চাল, ডাল, তেল, চিনি, লবণ, আলু, পেয়াজ গুড়া দুধ, বিশুদ্ধ পানিসহ বিভিন্ন খাদ্য উপকরণ প্যাকেট করা হয়। যা আজ রাতেই বন্যা দুর্গত এলাকায় পাঠানো হবে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গজারিয়া উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শহিদুজ্জামান জাকারিয়া, বালুয়াকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সহ সভাপতি মোঃ জসিম উদ্দিন, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মজিবুর রহমান, উপজেলা শ্রমিক দলের সাংস্কৃতিক সম্পাদক মোঃ জাকারিয়া,সমাজসেবক সিরাজুল ইসলাম প্রমূখ।