কুড়িগ্রামের রাজারহাটে ছাগল নিয়ে থানায় অভিযোগ করায় প্রতিপক্ষরা এক যুবককে বেদম মারপিট করে গুরত্বর আহত করেছে। এলাকাবাসীরা তাকে উদ্ধার করে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করেছে।
এলাকাবাসীরা জানান, উপজেলার উমর মজিদ ইউনিয়নের উমরমজিদ ডাংঘাট এলাকার গউঁচুল হক ও ছেয়াদুল হকের সাথে মৃত দুলু চন্দ্র সরকারের ছেলে হরদেব রায়(৪২) এর ছাগল নিয়ে দ্বন্ধ হয়। এর ফলে হরদেব রায় গত ১২ আগস্ট রাজারহাট থানায় একটি অভিযোগ দায়ের করেন। এরই জের ধরে শনিবার(৩১আগষ্ট) দুপুরে টিসিবির মাল নিয়ে আসর পথিমধ্যে সিংহীমারী দোলায় সালামের বাড়ির সামনে হরদেব রায়কে আটক করে মৃতমজির উদ্দিনের ছেলে গউঁচুল হক(৬৫) ও ছেয়াদুল হক(৫৫), ছেয়াদুলের ছেলে রওশন(৩৫),সাহন(১৮) ও সুমন(২২) এবং মজির উদ্দিনের ছেলে মাহফুজার রহমান(৩৫) লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারপিট করে গুরত্বর আহত করে। এ সময় তার আত্মচিৎকারে এলাকাবাসীরা ছুটে আসলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। তাকে উদ্ধার করে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করে দেয়। এ ব্যাপারে রাজারহাট থানার একটি অভিযোগ দায়ের হয়েছে। রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান পিপিএম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।