বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) ও ফরিদপুর -২ আসনের জনপ্রিয় বিএনপি নেত্রী শামা ওবায়েদ এর নামে ষড়যন্ত্র মুলক মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে ফরিদপুরের নগরকান্দার পোড়াদিয়ায় বিক্ষোভ মিছিল করেছে কাইচাইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন।
শনিবার বিকাল ৪ টায় নগরকান্দার পুড়াদিয়া বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কাইচাইল ইউনিয়ন বিএনপির বিএনপির সহ সভাপতি আবু মাতুব্বরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল হাসান টিটু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ। বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলা বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক গোলজার শরীফ, রুপনগর থানা যুবদল নেতা মোশারফ খোকন,কাইচাইল ইউনিয়ন বিএনপির সহ সভাপতি নেতা জয়নাল আবেদিন, সহ সভাপতি খায়রুজ্জামান মিয়া,বিএনপি নেতা আবুল কাশেম, নিরু মাতুব্বর,আবুল বাসার মেম্বার, জানে আলম,যুবদল নেতা মোঃ কাইয়ুম মাতুব্বর,আঃ সামাদ শরীফ,স্বেচ্ছাসেবক দল নেতা নাসিম মাহমুদ সাব্বু,ছাত্রদল নেতা আলী আকবর শরীফ আরমান প্রমুখ।
বক্তারা আবিলম্বে শামা ওবায়েদ এর নামে দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্র মুলক মামলা প্রত্যাহারের দাবি জানান।