নীলফামারীর সৈয়দপুর একটি ছোট শহর। এ শহরে রয়েছে অনেক স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ এবং ব্যবসা প্রতিষ্ঠান। অপরপাশে এ শহরের বুক চিরে প্রতিদিন চলে ৭ টি ট্রেন। এর সাথে রয়েছে ট্রাফিক বিভাগে লোকবল সংকট। যার কারণে নিত্যদিন লেগে থাকে যানজট।
প্রতিদিনের ন্যায় গতকালও ছিল ট্রাফিক বিভাগের লোকজন তবে সংখ্যায় কম। ফলে সকালের দিকে শহরে যানজট প্রকট আকার ধারণ।
কিছুতেই যেন যানজট নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। প্রায় কয়েক ঘন্টা স্থায়ী থাকে শহরে যানজট।
শহরে যানজটের এমন অবস্থা উপলব্ধি করে মাঠে নামেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির অন্যতম নেতা ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র - ১ জিয়াউল হক জিয়া।
তিনি ট্রাফিক পুলিশ এবং ছাত্রদের সাথে থেকে রাস্তায় দাঁড়িয়ে যানজট নিয়ন্ত্রণে সহযোগিতা করেন। প্রায় ঘন্টা খানেক তিনি যানজট নিরসনে ট্রাফিকের দায়িত্ব পালন করেন।
এ ব্যাপারে জিয়াউল হক জিয়া বলেন,যানজট সৈয়দপুর শহরের একটি দীর্ঘদিনের সমস্যা। আমি বেশ কয়েক বার সৈয়দপুর পৌরসভার কাউন্সিলর ছিলাম। আপনারা আমাকে বার বার ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। আমার সৌভাগ্য প্রায় প্রতিবারেই আমি প্যানেল মেয়র - ১ এর দায়িত্বে ছিলেন। পৌরসভার ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেছি আমি। সে সময় শহরের যানজট নিরসনে অনেক সভা করা হয়। সভায় নিয়ম বেঁধে দেয়া হয়। কিন্তু কিছুদিন পর ওই নিয়ম আর থাকে না। ফলে যানজট নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়ায়।
আজকের যানজট ছিল ভয়াবহ। চোখে পড়লো তাই রাস্তায় এসে কিছু সময় দায়িত্বে থাকা ব্যক্তিদের সহযোগিতা করলাম মাত্র।