দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের ডোমরা হাটের ইজারার টাকা উত্তোলনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৩ জন গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা গুরুতর অবস্থায় মহাসিন শিকদারকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর উপজেলার ডেমরা হাটের ইজারাদার আলমগীর আত্মগোপনে চলে যান। এরপর থেকে পার্শ্ববর্তী কালিয়া উপজেলার জাহাঙ্গীর মোল্লা হাটের দখল নিয়ে ইজারার টাকা উত্তোলন করে আসছিলেন। শুক্রবার সকালে হাটের দিন যথারীতি জাহাঙ্গীর মোল্লা টাকা উত্তোলন করতে এলে স্থানীয়রা বাধা প্রদান করেন। এতে জাহাঙ্গীর মোল্লা ক্ষিপ্ত হয়ে তার লোকজন নিয়ে জুংগশিয়া মোড়ে অবস্থান নেয় এবং একপর্যায়ে অতর্কিতভাবে হামলা চালিয়ে মহিষদিয়া গ্রামের মহাসিন শিকদার, লিটন শিকদার ও নাসির শিকদারকে রক্তাক্ত জখম করে। এদের মধ্যে মহাসিন শিকদারকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।