পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের সাঁইপাই গ্রামে সশস্ত্র দুর্বৃত্তরা বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙ্চুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে। হামলাকারী ওই গ্রামের ১০টি বাড়িতে ব্যাপক তান্ডব চালিয়ে নগদ টাকা,স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে গেছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (৩০ আগস্ট) দিবাগত রাত ১০টার দিকে। ক্ষতিগ্রস্থ পরিবার প্রধান হলেন,আঃ রশিদ,আরিফুল ইসলাম,শামীম হোসেন,এরশাদ আলী,শহিদুল ইসলাম,আফজাল হোসেন,সাকাত আলী,জাহাঙ্গীর আলম,শাজাহান আলী ও আঃ মান্নান। ফৈলজানা ইউনিয়ন যুবলীগের সভাপতি আঃ রশিদ খানসহ ক্ষতিগ্রস্থরা জানান,রাত ১০টার দিকে এলাকার চিহ্নিত কিছু সশস্ত্র ব্যক্তি বাড়ি ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙ্চুর করে। তারা প্রতিটি বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণলংকার লুট করে নিয়ে যায়। এ সময় বাড়ির লোকজন প্রাণভয়ে এদিক-সেদিক পালিয়ে যান। হামলাকারীদের তান্ডবে প্রতিটি বাড়ি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। ফৈলজানা ইউপি চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান জানান,ভাঙ্চুর ও লুটপাটের ঘটনার বিষয়টি শুনেছি। কিন্তু কিছু করার নেই। পুলিশকে জানিয়েও নাকি ক্ষতিগ্রস্থরা কোন সহায়তা পায়নি। এ বিষয়ে চাটমোহর থানায় কেউ কোন অভিযোগ দেয়নি বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম রেজা।