নগরীর কোতোয়ালী মডেল থানায় শুক্রবার দিবাগত সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অর্তকিত হামলা চালিয়ে ভাঙচুর করেছে কতিপয় শিক্ষার্থীরা। খবর পেয়ে তাৎক্ষনিক সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
কোতোয়ালী মডেল থানার এএসআই সানোয়ার হোসেন জানান, ২৫/৩০ জনের একটি কিশোর দল উত্তেজিত হয়ে থানায় প্রবেশ করে পুলিশকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এ সময় তাদের শান্ত হওয়ার অনুরোধ জানালেও তারা থানার মধ্যে একটি পিকআপের গ্লাস ও পুলিশের সরকারি মোটর সাইকেলের গ্লাস ভাঙচুর করে। পরে তারা থানার অভ্যর্থনা কক্ষের সোফা এবং টেবিল ভাঙচুরের চেষ্টা করে। খবর পেয়ে সেনা বাহিনী এবং থানার ওসি তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
ঘটনাস্থলে গিয়ে ফেরত আসা চিত্র সাংবাদিকরা জানিয়েছেন, থানায় হামলার খবর শুনে ঘটনাস্থলে গেলে হামলাকারী তরুণদের আচরণ দেখে সবাই চলে আসে। কারণ তারা সবাইকে উদ্দেশ্য করে অকথ্যভাষায় গালিগালাজ করার পাশাপাশি বিভিন্ন জিনিস ভাঙচুর করছিলো। আর কোন ধরনের ছবিও তুলতে দিচ্ছিলো না।
সিফাত নামের এক শিক্ষার্থী জানান, তারা বরিশাল সরকারি টেকনিক্যাল স্কুল এ- কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী। কিছুদিন পূর্বে নগরীর ফকির বাড়ি রোডের রাখাল বাবু পুকুরের পাড় এলাকার বসে হৃদয়, সানমুনদের সাথে তাদের বিরোধ হয়। ওই বিরোধের জেরধরে বৃহস্পতিবার তাদের একজনকে মারধর করা হয়। বিষয়টি সমাধান করতে তারা শুক্রবার সন্ধ্যায় রাখাল বাবু পুকুরের পাড় এলাকায় আসে। এ সময় তাদের দুই বন্ধুকে কোপানো হলে তারা ফোন করে থানা পুলিশের কাছে সহায়তা চায়। কিন্তু পুলিশ না এসে সেনাবাহিনীকে খবর দিতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থীরা থানায় এসে বিক্ষোভ করেছেন।
কোতয়ালি মডেল থানার ওসি মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, কিছু ছাত্ররা এসেছিল। তাদের কথা আমরা বুঝতে পারিনি। তাই তারা উত্তেজিত হয়ে থানার কয়েকটি ফুলের টব ও থানার সামনে থাকা ব্যক্তিমালিকানাধীন গাড়ি ভাঙচুর করেছে। তিনি আরো জানান, পরে জেনেছি টেকনিক্যাল স্কুল এ- কলেজের শিক্ষার্থীদের সাথে শহীদ আরজু মনি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বিরোধ হয়েছিলো।