ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের দাঙ্গা সংঘর্ষ খুন নিয়ে নানা ধরণের আলোচনা আছে। কিন্তু দেশের বিভিন্ন স্থানে এর চেয়েও ভয়াবহ সংঘর্ষ ও মারামারি হলেও আলোচনা কম। বছরের অধিকাংশ সময় শান্ত থাকলেও মাঝে মধ্যে দাঙ্গায় উত্তপ্ত হয়ে ওঠে সরাইলের বিভিন্ন গ্রাম। বিশেষ করে বছরের দুই ঈদ ও রমজান মাসে এখানে দাঙ্গা বেশী হয়। ছোটখাট তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘটে যায় খুনের মত ঘটনা। গোটা গ্রাম হয়ে পড়ে বিশৃঙ্খল। পুরূষ শুন্য হয়ে পড়ে গ্রামে চলে লুটপাট অগ্নিসংযোগ। বিরাজ করে অশান্তি। এসবের নেপথ্যে রয়েছে গোত্রগত দ্বন্ধ, আধিপত্য, নেতৃত্ব, ভূমি দস্যুতা, দালালি প্রথা, মাদকের বিস্তৃতি, সরকারী জায়গা দখল, অর্থের বিনিময়ে সালিস প্রথা, রহস্যজনক সর্দারী প্রথা, বেকার শ্রেণির অর্থ উপার্জন, দূর্বল নেতৃত্ব ও দূর্বল সামাজিক ব্যবস্থা, আইনের যথাযথ প্রয়োগে ব্যর্থতা সহ নানাবিধ ব্যাধি। এসব ব্যাধি কোন ভাবেই পিছু ছাড়ছে না সরাইলবাসীর। আর এ জন্যই দাঙ্গা মারামারি কাটাকাটি খুন মুক্ত হচ্ছে না ঐতিহ্যবাহী এই জনপদ। স্থানীয় বিশিষ্টজনদের মতে বিভিন্ন পর্যায় থেকে দালালি প্রথা বন্ধ, শিক্ষার বিস্তৃতি, মাদক প্রতিরোধ, শক্তিশালী স্বচ্ছ সামাজিক ব্যবস্থা ও আইনের যথাযথ প্রয়োগই দাঙ্গামুক্ত সরাইল গড়তে সহায়তা করতে পারে।
সরজমিন অনুসন্ধানে ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন জানায়, ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির লীলাভূমি সরাইল। মেঘনা তিতাস বিধৌত সরাইলের রয়েছে হাজারো সুনাম খ্যাতি ও সাফল্য। অনেক জ্ঞানীগুণীর জন্মস্থান এই সরাইল। এখানকার অধিকাংশ মানুষ সহজ সরল ও আপ্যায়ণ প্রবণ। মানুষকে ভালবেসে সহজে কাছে টানতে সরাইলের জুড়ি নেই। অথচ গুটি কিছু লোকের কূটকৌশল, স্বার্থ রক্ষা ও বিতর্কিত কর্মকান্ডের কারণেই তুচ্ছ ঘটনায় মাঝেমধ্যে উত্তপ্ত হয়ে ওঠে সরাইল। দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে নারী পুরূষ ও শিশুরা। কার সাথে কার বিবাদ? কি নিয়ে বিবাদ? বিবাদের শেষ পরিণতি কী হবে? আঘাত পেলে কে দেখবেন? মারা গেলে নিজ পরিবারের সদস্যদের কে দেখবেন? হত্যা মামলার আসামীর পরিণতি কী হবে? প্রচুর অর্থের যোগান কে দিবে? একবারও এসব ভাবেন না কেউ। এক শ্রেণির লোক দাঙ্গা দেখলে বা শুনলেই দৌঁড়ে এসে যোগদান করেন। কারণ এখানকার প্রত্যেকটা গ্রাম পাড়া মহল্লায় দাঙ্গা হাঙ্গামা ও মারামারিতে পেছন থেকে উৎসাহিত করার কিছু লোক রয়েছে। সর্দার ও সালিসকারক নামধারণ করা ওই লোক গুলোর আয়ের একমাত্র খাত হচ্ছে দাঙ্গা। এরা উভয় পক্ষেরই পরামর্শ দাতা। সরাইলে সম্প্রতি দাঙ্গা প্রবণতার নেপথ্যে নানা কারণের কথা বলছেন স্থানীয়রা। এর মধ্যে আলোচনায় রয়েছে:-
গোষ্ঠীগত আধিপত্য ও গ্রাম্য নেতৃত্ব:
উপজেলার প্রত্যেকটি গ্রামে বড় গোত্রের লোকজন আধিপত্য বিস্তার করার চেষ্টা করে। এজন্য তারা গ্রামের যে কোন বিষয়ে যোগ্যতা থাকা সত্বেও অন্যের নেতৃত্ব মানতে নারাজ। অন্য গোত্রের সাথে তুচ্ছ ঘটনায় তারা ঐক্যবদ্ধ হয়ে বল প্রয়োগ করে নিজেদের শক্তি সামর্থের প্রমাণ দিতে মরিয়া হয়ে লড়েন। আধিপত্য ধরে রাখতে তারা বিন্দু পরিমাণ ছাড় দেন না। ফলে ছোট ঘটনায় তারা দাঙ্গা হাঙ্গামা জড়িয়ে পড়েন।
মাত্রাতিরিক্ত আবেগ প্রবণতা:
এখানকার অধিকাংশ মানুষ রক্তের সম্পর্ক ও স্বজনদের প্রতি মাত্রাতিরিক্ত আবেগ প্রবণ। সামান্য বিষয়ে বংশ বা স্বজনের পক্ষ নিয়ে রক্ত জড়াতে দ্বিধা করে না।
শিক্ষার অভাব:
বেশ কিছু গ্রামে এখনো শিক্ষার হার অতিনগণ্য। ফলে তাদের ভালো মন্দ সাদা কাল ন্যায় অন্যায় মান সম্মান স্বচ্ছতা অস্বচ্ছতা জবাবদিহীতা ইত্যাদি বুঝার ক্ষমতা নেই বললেই চলে। তারা অপরের কটু কথা ও ক্ষোভে চরম ভাবে উত্তেজিত হয়ে পড়েন। ধৈর্য্য না ধরে প্রতিশোধের নেশায় এরা পাগল হয়ে পড়েন। মারামারি ও সংঘর্ষই তাদের শেষ ঔষধ।
দূর্নীতিবাজ সালিসকারক ও সমাজপতি:
প্রত্যেক পাড়া মহল্লা ও গ্রামে এক শ্রেণির বেকার দূর্নীতিবাজ সালিসকারক ও সমাজপতি রয়েছে। কোন কাজ না থাকলেও এরা পরিস্কার পরিচ্ছন্ন জামা কাপড় পড়ে বেড়ায়। চলাফেরা অত্যন্ত টিপটপ। দাঙ্গা লাগিয়ে উভয় পক্ষ থেকে টাকা রোজগার করাই তাদের মূল লক্ষ ও উদ্যেশ্য। এরা গ্রামের সামান্য ঘটনাকে পেছন থেকে ইন্ধন দিয়ে বড় করে থাকে। কৌশলে দাঙ্গা বাঁধিয়ে কিছু সালিসকারক রেফারির ভূমিকায় চলে যায়। সর্দারির ভিজিট ও পুলিশের দালালি তাদের অন্যতম ব্যবসা। তাই সংঘর্ষ ও দাঙ্গা লালন করা তাদের মূল কাজ।
ভূমি দস্যুতা:
উপজেলার প্রত্যেকটি গ্রামে এক শ্রেণির ভূমি লোভী ও ভূমি দস্যু শ্রেণির সিন্ডিকেট রয়েছে। এদের কাজই হচ্ছে সরকারী খাস ভূমি, নদী নালা, জমি ও পুকুর কৌশলে দখল করা। ভূমি ক্রয় বিক্রয়ে নিজেদের দালালি পাওয়ার বিষয়টি নিশ্চিত করা। এতে করে গ্রামে পক্ষ বিপক্ষ তৈরী হয়। আর নিজেদের স্বার্থের বিষয়কে ঘিরে উভয় পক্ষ দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত হয়।
মাদক ব্যবসা:
মাদক ব্যবসাকে কেন্দ্র করে সরাইলের বিভিন্ন জায়গায় মারামারির ঘটনা ঘটছে। সম্প্রতি সরাইলের আনাচে কানাচে মাদক বিক্রি ও সেবন আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। একাধিক উপজেলা আইন-শৃঙ্খলা সভায় ইউপি চেয়ারম্যানরা মাদকের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন। নিজের এলাকার মাদক সম্রাট বা ব্যবসায়ির নামও বলেছেন। ২-৩ টি ইউনিয়নে একাধিক ইউপি সদস্য মাদকের ডিলার হয়ে ব্যবসা করছেন। মাদক আর জুয়ার ব্যবসার টাকার ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে বিভিন্ন গ্রামে দাঙ্গার জন্ম হচ্ছে।
আইন প্রয়োগে ব্যর্থতা:
আইনের যথাযথ প্রয়োগ এক শ্রেণির লোভী সালিসকারকের জন্য ব্যর্থ হচ্ছে বারবার। গুরূতর আহত, ধর্ষণ, লুটতরাজ, অগ্নিসংযোগ ও খুনের মত ঘটনা গুলো ফুঁসলিয়ে তারা ধামাচাপা দিয়ে বাণিজ্য করেন। ফলে গ্রামের অপরাধীরা বড় ঘটনা ঘটিয়েও সামান্যতে পার পেয়ে যায়। এভাবে দিনদিন তাদের সাহস বেড়েই চলছে। তাই বড় ধরণের মারামারিতে জড়াতে তারা মোটেও ভয় পাঁচ্ছে না। যদি প্রত্যকটি ঘটনায় আইনের সঠিক প্রয়োগ হতো তবে অপরাধের ধরণে অনুসারে জেল জরিমানা ও ফাঁসি হতো। এতে করে সংশ্লিষ্ট অপরাধীরা ভয় পেত। সরাইল সরকারী কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন ও সরাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আইয়ুব খান বলেন, সরাইলে দাঙ্গা প্রবণতা বৃদ্ধির জন্য উপরোল্লেখিত প্রত্যেকটি কারণই দায়ী। পাড়া থেকে শুরূ করে উপজেলা সদর পর্যন্ত মানুষজনকে দাঙ্গার ক্ষতিকর বিষয়ে সচেতন করতে উদ্ভুদ্ধকরণ কার্যক্রমের কোন বিকল্প নেই। প্রত্যেক এলাকার সুশিলদের আরো দায়িত্বশীল হয়ে পুলিশের ভূমিকা পালন করতে হবে। যে কোন অপরাধ প্রতিরোধে আইনের যথাযথ প্রয়োগ বাস্তবায়ন নিশ্চিত করতে কাজ করতে হবে।