আমারদেশ পত্রিকার সম্পাদক ড. মাহামুদুর রহমান এর বিরুদ্ধে মিথ্যে অভিযোগের মামলায় দেওয়া ফরমায়েশী রায় বাতিল করে অবিলম্বে আমারদেশ পত্রিকা প্রকাশে সব বাঁধা দূর করার দাবীতে শনিবার পিরোজপুরে মানববন্ধন হয়েছে।
শনিবার সকাল ১১ টায় স্থানীয় টাউনক্লাব সড়কে শিক্ষক, আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন শেণি পেশার মানুষের অংশগ্রহনে ওই মানববন্ধনের আয়োজন করে সম্মিলিত পেশাজীবী পরিষদ পিরোজপুর জেলা শাখা। ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে সম্মিলিত পেশাজীবী পরিষদ এর আহ্বায়ক অ্যাড. আবুল কালাম আকনের সভাপতিত্বে বক্তারা বলেন, আমারদেশ স্বাধীনতার কথা বলতো, পত্রিকাটি গণ মানুষের কথা বলতো, স্বৈর শাসনের বিরুদ্ধে কথা বলতো। আমারদেশ সম্পাদক মাহামুদুর রহমান ছিলেন নির্ভিক সাংবাদিক। তাঁর সাহসিকতায় পত্রিকাটি ছিল প্রকাশ প্রচারনায় শীর্ষে। এজন্য স্বৈর শাসক হাসিনা সরকারের মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছিল আমারদেশ। আর তাই মাহামুদুর রহমান এর বিরুদ্ধে একের পর এক মিথ্যে মামলা দিয়ে রিমান্ডের নামে তাঁর উপর চালানো হয়েছিল চরম অত্যাচার। এমনকি মিসেস মাহামুদুর রহমানের বিরুদ্ধেও মামলা দেওয়া হয়। ফ্যাসিস্ট সরকারের অনুগত আদালতের ফরমায়েশী রায়ে তাদের দু’জনকেই সাজা দেওয়া হয়। বক্তারা অবিলম্বে মাহামুদুর রহমানের ওই সাজা বাতিল করে আমারদেশ পত্রিকা প্রকাশের দাবী জানান বর্তমান সরকারের কাছে।
এসময়ে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী অহিদুজ্জামান লাভলু, সাংবাদিক নাসিম আলী, অ্যাড. সৈয়দ সাব্বির আহমেদ, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি অ্যাড. এস এম রেজাউল ইসলাম শামীম, পৌর কাউন্সিলর আবদুস সালাম বাতেন, প্রেসক্লাব সহসভাপতি খেলাফত হোসেন খসরু, ইমাম হোসেন মাসুদ, অ্যাড. নুরুল ইসলাম শাহজাহান, অ্যাড. মনিরুল ইসলাম খান, অ্যাড. আকরাম আলী মোল্লা, অধ্যাপক আবু সুফিয়ান, অ্যাড. অহিদ হাসান বাবু, শিক্ষক নেতা গোলাম মোস্তফা, মীর নজরুল ইসলাম, অ্যাড. খায়রুল বাশার শামীম প্রমুখ।