শুক্রবার (৩০ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় মধুখালী রেলগেটস্থ বিএনপির কার্যালয়ে জাতীয়তাবাদী যুবদল মধুখালী পৌর কমিটির বর্ধিত ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
পৌর যুবদলের আহ্বায়ক মো. মিজানুর রহমান কালার সভাপতিত্বে ও সদস্য সচিব রায়হান মোল্যার সঞ্চালনায় বর্ধিত ও পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ ও কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। বক্তব্য রাখেন মধুখালী ইপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবুল কাশেম আবুল, পৌর বিএনপির সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ সতেজ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক বাবলু কুমার রায়, জেলা যুবদলের সহসভাপতি আবদুল আলীম মানিক, উপজেলা যুবদলের আহ্বায়ক এসএম মুক্তার হোসেন, সদস্য সচিব তারেকুল ইসলাম এনামুল, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মেহেদি হাসান মন্নু, সদস্য সচিব তানভির আহম্মেদ শিমুল, বিএনপি নেতা কামরুজ্জামান মিন্টু, পৌর কৃষকদলের আহ্বায়ক নুননবী, বনানী তানা কৃষকদলের আহ্বায়ক আরিফুর রহমান আরিফ, জেলা যুবদলের সদস্য জসিম মৃধা, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক মাহাবুব তালুকদার, অনিক মাহমুদ, ইমন হাসান, মোস্তাফিজুর রহমান স্বজ্বল, মহসিন আলম সিপার, উসমান, পৌর ছাত্রদলের আহ্বায়ক রজব ইসলাম, যুগ্ম আহবায় আকিদুল ইসলাম ও যুবদলের সদস্য রাজু বিশ্বাস প্রমুখ।