নীলফামারীর সৈয়দপুরে স্বেচ্ছাসেবি সংগঠন প্রবাহ ফাউন্ডেশনের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গত ১২ আগস্ট নির্বাহী কমিটির মেয়াদ শেষ হলে তা বিলুপ্ত ঘোষনা করে ৩ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। ওই কমিটির সদস্যরা হলেন মোঃ তারিকুল আলন আরবী,মোঃ আনোয়ারুল ইসলাম মানিক ও মোঃ ওবায়দুল ইসলাম সাংবাদিক। নিয়মতান্ত্রিকভাবে ফরম বিক্রয় করা হয়। ১৫ সদস্যের নির্বাহী কমিটির প্রত্যেক পদে একজন করে ফরম ক্রয় করেন এবং জমা দেন। কোন পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় সকলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়।
বিজয়ী ঘোষণা উপলক্ষে ৩০ আগস্ট রাত সাড়ে ৯ টায় সংগঠনের নিজস্ব কার্যালয় রসুলপুরে এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ তারিকুল আলম আরবী। সভায় উপস্থিত সকল সদস্যের মতামতের ভিত্তিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। তারা হলেন সভাপতি মোঃ সাজিদ,সহসভাপতি মোহাম্মদ আলী,সাধারণ সম্পাদক মোঃ আজগার আলী,সহ সাধারণ সম্পাদক মোঃ আজাদ আনসারি, সাংগঠনিক সম্পাদক মোঃ জাফর,সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল,অর্থ সম্পাদক হাফেজ মোঃ আবদুল ওয়াহিদ আশরাফি,সহ অর্থ সম্পাদক মোঃ এহসান,দপ্তর সম্পাদক মোঃ আবিদ,সমাজ কল্যাণ সম্পাদক মোঃ এরশাদ সনু,প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহনেওয়াজ মিঠুন,ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ তামিজুর রহমান,কার্যনির্বাহী সদস্য মোঃ মোক্তার,আফাক আলী মুন্না ও মোঃ মেরাজ।
এ কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে।